আরও পড়ুন: ভীমের কেকে মজেছে জেলাবাসী, একবার চাখলে স্বাদ ভুলতে পারবেন না!
কৃষিকাজকে সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কম নয়৷ এর জন্য তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। ছেলে রথীন্দ্রনাথকে কৃষিবিদ্যায় পাঠ নিতে বিদেশেও পাঠিয়েছিলেন৷ পরবর্তীতে বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর৷ তাঁর হাত ধরে শুরু হয় কৃষি গবেষণার নানান কাজ।
advertisement
কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। এই তিনটি উপাদানকে একত্রে বলে এনপিকে৷ মাটি থেকে উদ্ভিদ এই উপাদান সংগ্রহ করে৷ কিন্তু, অনেক ক্ষেত্রে মাটিতে এর যোগান কম থাকলে তা বাইরে থেকে জমিতে দিতে হয় কৃষকদের৷ সেই সংক্রান্ত গবেষণা তেই বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ এই নতুন প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে, যার নাম ‘প্যান্টোইয়া টেগোরি’।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উদ্ভিদবিদ্যা বিভাগের অনুজীববিদ্যার অধ্যাপক ডঃ বুম্বা দাম ও তাঁর পাঁচ পড়ুয়া- রাজু বিশ্বাস, অভিজিৎ মিশ্র, অভিনব চক্রবর্তী, পূজা মুখোপাধ্যায় ও সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন৷ মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক অনুজীব এটি। এছাড়া, লঙ্কা ও মটর চাষের পক্ষেও উপকারী এই ব্যাকটেরিয়া।
সৌভিক রায়