Christmas Cake: ভীমের কেকে মজেছে জেলাবাসী, একবার চাখলে স্বাদ ভুলতে পারবেন না!

Last Updated:

এবার প্রায় ৫ হাজার কেকের অর্ডার এসেছে। তাই ব্যস্ততা এখন তুঙ্গে। সারারাত কেক তৈরি হয়। সকাল থেকে শুরু হয় কেকের ডিজাইনিংয়ের কাজ

+
ভীম

ভীম সাহার তৈরি কেক

কোচবিহার: ক্রিসমাসের আনন্দে ছোট থেকে বড় সকলেই মেতে ওঠে। আর বড়দিনের সবথেকে বড় আকর্ষণ হল কেক। সেই ঐতিহ্য বজায় রেখে শহর থেকে জেলা সর্বত্র বড়দিনের কেক কেনা শুরু হয়ে গিয়েছে। বড়দিনের আগে কোচবিহারবাসী মজেছে তুফানগঞ্জের ভীম সাহার তৈরি কেকে।
তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লি এলাকায় বাড়ি ভীম সাহার। তাঁর তৈরি কেক শুধুমাত্র তুফানগঞ্জ নয়, কোচবিহারের অন্যত্র যেমন নাটাবাড়ি, ধলপল, বালাভূত, চিলাখানা, আলিপুরদুয়ার, কোচবিহার শহরের পাশাপাশি অসমেও পাড়ি দেয়। দীর্ঘ সময় ধরে কেক বানানোর সঙ্গে যুক্ত ভীমবাবু। প্রতি বছর শীতের সময় তিনি কেক তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। গোটা বছর জুড়েও অল্পবিস্তর কেক বানিয়ে থাকেন তিনি। তবে কোচবিহারের এক সাধারণ বেকারির কেক ঘিরে যে ভিন রাজ্যে চাহিদা তৈরি হয়েছে এটা সত্যি দারুণ বিষয়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ভীম সাহা জানান, এবার প্রায় ৫ হাজার কেকের অর্ডার এসেছে। তাই ব্যস্ততা এখন তুঙ্গে। সারারাত কেক তৈরি হয়। সকাল থেকে শুরু হয় কেকের ডিজাইনিংয়ের কাজ। প্রতিটি কেক মোটামুটি ৪০ দিন ঠিকঠাক থাকে। তিনি একসময় মেঘালয়ের একটি কেকের কোম্পানিতে দীর্ঘ ১৩ বছর কাজ করেছেন। সেখান থেকেই এই ব্যবসার প্রতি ভালোলাগার সূত্রপাত। এখন নিজের বাড়িতেই ঋণ নিয়ে কেকের ব্যবসা করছেন। এই কেক বিক্রি করেই সংসার চালান। পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও দুই সন্তান আছে। বড়দিনের আগে গোটা পরিবারের ব্যস্ততা এখন তুঙ্গে উঠেছে। তাঁর তৈরি কেকের দাম মাত্র ১২০ টাকা থেকে শুরু। ভীমবাবুর কাছে ১,০০০ টাকা দামের কেকও পাওয়া যায়। স্থানীয়রা জানালেন, ভীম সাহার বাড়িতে তৈরি কেক গুণগতমান এবং স্বাদে বড় বড় সংস্থার তৈরি কেক-কে হারিয়ে দেবে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Christmas Cake: ভীমের কেকে মজেছে জেলাবাসী, একবার চাখলে স্বাদ ভুলতে পারবেন না!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement