মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তাপমাত্রা বৃদ্ধির ফলে ভোগাচ্ছে কুয়াশা। মূলত ভোর ও রাতের দিকে ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি রয়েছে। তবে উপকূলের জেলা গুলিতে অধিক কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। যা গিয়ে শীত অনুভব করছে উত্তর বঙ্গবাসী। উত্তরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। ইতিমধ্যেই পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং এ তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির কাছাকাছি নেমেছে। কুয়াশার চাদরে মুড়েছে উত্তরের অধিকাংশ জেলা। তবে তাপমাত্রা আরও নামতে পারে এমনটাই আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
তবে আর বেশি দিনের অপেক্ষা নয় দক্ষিণে হাড় কাঁপুনি শীত পড়তে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়বে দক্ষিণে। যদিও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রার পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণ বঙ্গে। Input- Sharmistha Banerjee






