দীপাবলি উপলক্ষে রেলের তরফে স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শনিবার চেন্নাইয়ের উদ্দেশ্যে সাঁতরাগাছি স্টেশন থেকে যাত্রা করবে বিশেষ এই পুজো স্পেশাল ট্রেন। একইভাবে আগামী সপ্তাহে শালিমার স্টেশন থেকে ইটাওয়ারী স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে স্পেশাল ট্রেন।
১৮ মাস আগে সমাহিত শিশুর দেহ তোলা হচ্ছে মাটি খুঁড়ে! হবে ময়নাতদন্ত, অভিযোগের আঙুল বাবার দিকে!
advertisement
‘৭০ হাজার না দিলে গাড়ি ছাড়ব না!’ পুলিশের ঘুষকাণ্ডে ফাঁসলেন দুই অফিসার…বীরভূমে তোলপাড়!
প্রসঙ্গত দুর্গাপুজো থেকে, খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে একাধিক দূরপাল্লার পুজো স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তবে এবার দীপাবলি উপলক্ষে দক্ষিণ ভারত কিংবা নাগপুর যাওয়া সহজ। রেল সূত্রে জানা গিয়েছে সাঁতরাগাছি থেকে চেন্নাই যাওয়ার এই পুজো স্পেশাল ট্রেন চলতি সপ্তাহের শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে ৫৫ মিনিটে ছাড়বে। চেন্নাই পৌঁছাবে পরের দিন। যাত্রাপথের সময় লাগবে প্রায় ২৭ ঘন্টা। খড়গপুর ডিভিশনের অন্তর্গত খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে স্টপেজ রয়েছে এই পুজো স্পেশাল ট্রেনের।
একইভাবে আগামী সপ্তাহে, কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার শালিমার স্টেশন থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইটাওয়ারি স্টেশন জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দীপাবলি স্পেশাল ট্রেনটি। মঙ্গলবার শালিমার স্টেশন থেকে এই পুজো স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ছ’টায়। পরের দিন বিকেল ৩ বেজে ৩৫ মিনিটে পৌঁছাবে নির্দিষ্ট গন্তব্যে। সেক্ষেত্রে স্টপেজ থাকছে সাঁতরাগাছি, খড়গপুর, আসানবনী, চক্রধরপুর, রাউরকেল্লা সহ একাধিক স্টেশনে।
পুজোর ছুটি হাতে মাত্র আর কয়েকটা দিন। এরপর খুলে যাবে অফিস স্কুল। বাড়ির ছেলেমেয়ে কিংবা পরিবার নিয়ে ঘুরে আসতে চাইলে এখনই বুক করুন পুজো স্পেশাল ট্রেন।বিস্তারিত জানুন দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।