এই খাল পাড় বাঁধানো ও সৌন্দর্যায়নের জন্য তৈরি হয়েছিল গার্ড রেলিং। রাতের অন্ধকারে কে বা কারা দিন দিন চুরি করছে এই খালপাড়ের দু’পাশের রেলিং মূলত এই খালপাড় সংলগ্ন বেশ কিছু অঞ্চল নিউ টাউন চক পাচুরিয়া যাত্রাগাছি অঞ্চলে রাতে নির্জন থাকায় ঘটছে এই ঘটনা।
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুসারে ভারতের শীর্ষ ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো? সামনে এল তালিকা, দেখে নিন
advertisement
একদিকে খাল পাড়ে গজিয়ে উঠছে আগাছার জঙ্গল তাতে ঢেকে রয়েছে রেলিং যে কারণে রাতের অন্ধকারে চুরি করতে সুবিধে হচ্ছে চোরদের। ওই অঞ্চলের স্থানীয় এক ব্যবসায়ী জানান গত চার দিন আগেও ওই দোকান সংলগ্ন বেশ কিছু রেলিং কেটে নিয়ে গেছে চোরেরা তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যেন রাতে এলাকার মানুষ হোক বা পুলিশ বাড়ানো হোক টহলদারি তাহলেই রোখা যাবে এই চুরি।
এ বিষয়ে বিধাননগরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে, খালপাড় সংলগ্ন অঞ্চলে পুলিশের তরফে বাড়ানো হয়েছে টহলদারি।’ যেহেতু এই খাল অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বিশেষত ওই অঞ্চলে মানুষের বসবাস না থাকায় এলাকাটি নির্জন থাকে। গোটা অঞ্চল পরিদর্শন ও ভবিষ্যতে যেন এমনটা না হয় এর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে।
Subha Dhali