একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে পরবর্তী নিম্নচাপ অঞ্চল! ফলে কিছুতেই থামছে না বৃষ্টি। শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। তবু বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। এমনটা কবে হয়েছে অনেকেই মনে করতে পারছেন না।
আরও পড়ুন: প্রথম স্ত্রীর স্মৃতিতে গড়া বিভূতিভূষণের পাঠাগার ধ্বংসের মুখে
advertisement
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বহু মানুষের রান্নাঘর, শোওয়ার ঘরেও জল ঢুকে গিয়েছে। স্বাভাবিক জনজীবন একেবারেই বিপর্যস্ত। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে খুব কম মানুষজন বের হচ্ছে। এর ফলে প্রভাব পড়েছে কৃষিকাজের উপরেও। আবহাওয়া দফতর আশঙ্কার কথা শুনিয়ে জানিয়েছে, সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখাও সক্রিয়।
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল ঘেঁষা উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে অমাবস্যার ভরা কোটাল পরিস্থিতি আরও আশঙ্কাজনক করে তুলেছে।