আরও পড়ুন: রাজা লক্ষ্মণ সেনের তৈরি তপন দিঘি ঘিরে কী চলছে! পরিবেশ হত্যার আরেক দৃষ্টান্ত
দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা কলোনি সংলগ্ন এলাকায় রয়েছে এই সংস্থার আউটলেট। যারা অফলাইনে ডেক্সটপ অথবা ল্যাপটপ কেনার উপর দিচ্ছে নানা ধরনের অফার। রয়েছে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা। যে কোনও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও দীর্ঘমেয়াদী ইএমআই-এর সুযোগও থাকছে। তাছাড়াও যারা এই সংস্থার থেকে কম্পিউটার কিনবেন তাঁদেরকে লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ওই সংস্থার কর্মী দীপ দাস জানিয়েছেন, অফলাইনে যারা কম্পিউটার কিনবেন তাঁদেরকে পছন্দের মডেলের সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দেওয়া হবে। দেওয়া হবে প্রাইমারি ইনস্টলেশন সাপোর্ট। গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি। এছাড়াও থাকবে আকর্ষণীয় উপহার। হোম ডেলিভারি পাওয়ার সুবিধাও রয়েছে। সংস্থাটির দাবি তাদের সার্ভিসিং পরিষেবা অতুলনীয়।
নয়ন ঘোষ