TRENDING:

New Job Alert: নতুন কারখানা হলদিয়ায়, ৯১ কোটি বিনিয়োগে, কর্মসংস্থান হবে একাধিক!

Last Updated:

হলদিয়ায় কর্মসংস্থানের দারুণ সুযোগ। পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্পতালুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্পতালুকে। গড়ে তোলা হচ্ছে ‘ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট’ এবং ‘কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট’। ১৫ একর জায়গা জুড়ে ৯১ কোটি টাকা বিনিয়োগে নতুন দু’টি প্ল্যান্ট গড়া হচ্ছে হলদিয়া শিল্পতালুকের বাড়ধান্যঘাটা মৌজায়। রাজ্যে প্রথম এমন কারখানা গড়ে উঠছে। খুশির হাওয়া শিল্পমহলে। হলদিয়ায় তিন দশকের বেশি সময় ধরে কাঁচা পেট্রোলিয়াম কোক থেকে বছরে ৯৩ হাজার, ৭৪৪ টন ক্যালসিনেট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট রয়েছে এই শিল্প সংস্থার। এবার তারই পাশে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ চূড়ান্ত পর্বে।
advertisement

আরও পড়ুনঃ মাত্র ২৩-এ ২৫০ কোটির সম্পতি! সিরিয়ালে এক এপিসোডে ১৮ লাখ! শাহরুখকে ‘ছাপিয়ে’ নয়া রেকর্ড অভিনেত্রীর

ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট উৎপাদন করতে পারবে। যা দেশ-বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানায় গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হবে। অন্যদিকে, কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট বছরে ৬০ হাজার টন উন্নতমানের কোলতার উৎপন্ন করবে। দু’টি কারখানাই ‘জিরো ডিসচার্জ প্ল্যান্ট’ হিসাবে কাজ করবে বলে জানা গিয়েছে। সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানিয়েছেন, \”দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট এবং কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা চলছিল। হলদিয়াতে আমদানি রপ্তানির ক্ষেত্রে বন্দর রয়েছে। রয়েছে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রয়োজনীয় জল এবং বিদ্যুৎ পাওয়ার সমস্যা নেই এখানে। সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা হলদিয়াতেই ৯১ কোটি টাকার খরচে এমন দু’টি নতুন প্ল্যান্ট গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”

advertisement

হলদিয়া রিফাইনারির কাছাকাছি বাড়ধান্যঘাটা মৌজায় শিল্প সংস্থার প্রয়োজনীয় জমি আগে থেকেই কেনা রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রশ্নই আসছে না। দেশের বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং অ্যালুমিনিয়াম প্ল্যান্টে অ্যানথ্রাসাইট সরবরাহের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, জাপান বিভিন্ন দেশে শিল্প সংস্থাটির হলদিয়া থেকে উৎপাদন রফতানিরপরিকল্পনা রয়েছে।জানা গিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দু’টিতে।

advertisement

আরও পড়ুনঃ বাজারে পাওয়া যাবে আর মাত্র ১-২ সপ্তাহ! এই শাক ভিটামিনের সিন্দুক! উপকার শুনলে এখনই ছুটবেন কিনতে

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে কারখানার নির্মাণ কাজ। ২০২৬ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে দু’টি কারখানা থেকে উৎপাদন শুরু করার টার্গেট রয়েছে। দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশির হাওয়া শিল্পাঞ্চলে। এদিন এই কারখানা সংক্রান্ত এলাকাবাসীদের নিয়ে জন শুনানি করল প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ। এই কারখানার ফলে একদিকে যেমন হলদিয়ার দূষণ কমবে অন্যদিকে তৈরি হবে কর্মসংস্থান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Job Alert: নতুন কারখানা হলদিয়ায়, ৯১ কোটি বিনিয়োগে, কর্মসংস্থান হবে একাধিক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল