বালুরঘাটে অবস্থিত রবীন্দ্রভবনে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ তরফ থেকে কীভাবে বাল্যবিবাহ রোধ করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন বালুরঘাটে সমস্ত থানার অফিসার, ব্লক আধিকারিক, জেলা প্রশাসন, পুরোহিত, ইমাম সহ বিভিন্ন স্তরের আধিকারিক নিয়ে এক কর্মশালা করা হয়। এদিন মূলত কীভাবে বাল্যবিবাহ রোধ করা ও নারী পাচার বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসনিক আধিকারিকরা৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা আধিকারিক, ডিস্ট্রিক্ট বিচারপতি সহ আইনজীবী সহ অন্যান্য আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: ৫০০ সিসি ক্যামেরা বসছে পুরুলিয়ায়! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে বসল পুলিশ
এবিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে সচেতনতামূলক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া বাল্যবিবাহ মুক্ত করতে ‘প্রত্যয়ী’ নামে একটি নতুন পোর্টাল রয়েছে। এর জন্য একটি টিম তৈরি করা হয়েছে। এই টিমে যেমন দফতরের আধিকারিক থাকবেন, তেমনই জেলা পুলিশ প্রশাসন, বিভিন্ন এনজিও, কন্যাশ্রী মেয়েরা থেকে শুরু করে অনান্য স্বেচ্ছা সংগঠন রয়েছে। যেখানে বাল্যবিবাহ প্রবণতা বেশি রয়েছে সেই গ্ৰাম চিহ্নিত করবে তাঁরা। এরপর সেখানে গিয়ে সচেতনতা মূলক প্রচার করবেন তাঁরা। পাশাপাশি ওই পোর্টালে ওই নাবালিকা তথ্য এন্ট্রি করা হবে। এরফলে ওই নাবালিকার সমস্ত তথ্য যেমন জানা যাবে তেমনি এনালাইসিস করা সম্ভব হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতদিন গ্রামে বাল্যবিবাহ ঘটনা আটকাতে কখনও পুলিশ, কখনও বিডিও পদক্ষেপ নিত। এবারে শুধুমাত্র সরকারি দফতরই নয়, তার পাশাপাশি এই সামাজিক ব্যাধি রুখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি স্থানীয় পঞ্চায়েত, পুরোহিত, ইমাম এবং গির্জার ফাদাররা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহের ঘটনা রুখতে পদক্ষেপ করবেন এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবরকম কর্মসূচি নেবেন। এদিনের বৈঠক থেকে জেলার প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিদের নানা নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ২০২৫ সালকে দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করার জন্য উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।
সুস্মিতা গোস্বামী