Purulia News: ৫০০ সিসি ক্যামেরা বসছে পুরুলিয়ায়! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে বসল পুলিশ

Last Updated:

জেলার সর্বত্র থাকবে পুলিশের তৃতীয় নয়ন, অভিনব উদ্যোগ জেলা পুলিশের

+
সিসি

সিসি ক্যামেরা

পুরুলিয়া: অপরাধ দমনে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া জেলা পুলিশ। এবার গোটা বনমহলকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলার পরিকল্পনা নিচ্ছে জেলা পুলিশ। লাগানো হচ্ছে সিসি টিভি ক্যামেরা। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আগামী মাস থেকেই শুরু হবে এই কাজ।
এতে আইন-শৃঙ্খলা রক্ষার যেমন উন্নতি হবে, তেমনই হবে অপরাধ দমন। যানজট সমস্যারও মোকাবিলা করা সহজ হবে এর ফলে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৫৬ টি ক্যামেরা বসানো হবে। ধাপে ধাপে গোটা শহরকে মুড়ে ফেলা হবে সিসি ক্যামেরায়। শুধু পুরুলিয়া শহর নয়। এই জেলার বেশ কয়েকটি থানা, সদরেও থাকবে পুলিশের তৃতীয় নয়নের নজরদারি।
advertisement
advertisement
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “শহর ছাড়াও জেলার কয়েকটি থানা এলাকাতে সিসি ক্যামেরা বসানো হবে। সবে মিলিয়ে প্রথম ধাপে সংখ্যাটা প্রায় ৫০০। অপরাধ দমনে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০১৭-১৮ অর্থবছরে জঙ্গলমহলের জেলাগুলির ঝাড়খন্ড সীমানা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “বিভিন্ন কারণে তা সামগ্রিকভাবে কার্যকর না হলেও পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল। সেই সমস্ত জায়গায় নজরদারিও চলে ২৪ ঘন্টা। এবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হচ্ছে সমগ্র জেলাকে।”
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ৫০০ সিসি ক্যামেরা বসছে পুরুলিয়ায়! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়ে বসল পুলিশ
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement