যদিও এই দুটি বাঘ আসার আগে রমনাবাগানে তিনটি চিতাবাঘ ছিল। তিনটির মধ্যে দু’টি পুরুষ ও একটি মেয়ে। তবে এবার বর্ধমানের রামনাবাগানে মোট চিতাবাঘের সংখ্যা হল পাঁচ।
আরও পড়ুন: বাংলাদেশে হঠাৎ ঘটে গেল বড় কিছু? আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ মহম্মদ ইউনূসের!
নতুন এই দুটি চিতাবাঘের আগে নাম ছিল শিবানী এবং মনা। তবে এবার বর্ধমানে নিয়ে আসার পর বিশ্ব পরিবেশ দিবসের দিনে দেওয়া হল নতুন নাম। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “চিতাবাঘের নাম দেওয়া হয়েছে একটা প্রিয়া এবং আরেক জনের নাম শ্রেয়া। আর একটা পুরুষ চিতাবাঘের নাম দেওয়া হয়েছে প্রতাপ। আগের থেকে এই জায়গা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।”
advertisement
রমনাবাগানে যে ১৮ টি নতুন প্রজাতির পাখি নিয়ে আসা হয়েছে তার মধ্যে ৪টি লুটিনো প্যারাকিট ও ১৪টি ককাটিয়েল পাখি। জানা গিয়েছে এই পাখিগুলি নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে। স্বাভাবিক ভাবেই এই নতুন অতিথিদের আগমনে আরও আকর্ষণীয় হয়ে উঠল বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্ক। বর্ধমানের পরিবেশপ্রেমী নামে পরিচিত অর্ণব দাস বলেন, “সৌন্দর্য দিন দিন বাড়ছে। এটা খুব ভাল একটা বিষয়। এটা সকলের কাছে একটা আনন্দের খবর।”
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানের রমনাবাগানে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির। বৃহস্পতিবার সাইকেল র্যালি, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রশন্ন লোহার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বন আধিকারিক সঞ্চিতা শর্মা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বনাধিকারিক সঞ্চিতা শর্মা বলেন, “আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে।”
এছাড়াও এই উদ্যানে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, হিপোপোটেমাস নিয়ে আসার চিন্তাভাবনাও রয়েছে। যেরকম ভাবে অ্যাপ্রুভাল আসবে সেইমত কাজ হবে বলেই জানানো হয়েছে। “ইতিমধ্যেই এখন অনেকেই কৌতূহলের সঙ্গে ভিড় জমাচ্ছেন বর্ধমানের রমনাবাগানে। নতুন অতিথিদের আগমনে চরম খুশি বহু সাধারণ মানুষ।”