দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন এলাকা থেকে দুর্গাপুরের ফিলিপস কার্বন পর্যন্ত রাস্তাটি চার লেনের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি গান্ধী মোড় থেকে সিটি সেন্টার হয়ে মহকুমা শাসকের বাংলোর পাশ দিয়ে ডিভিসি মোড় পৌঁছয়। তারপর সেখান থেকে চলে যায় দুর্গাপুর স্টেশন। ফলে এই রাস্তাটির উন্নতি হলে স্টেশন যাওয়ার জন্য যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। আবার যারা বিভিন্ন কাজে ছুটি সেন্টারে আসেন, তাদেরও অনেক সুবিধা হবে।
advertisement
এই রাস্তাটির দৈর্ঘ্য বাড়ানোর দাবি অনেক দিন ধরেই ছিল। অবশেষে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে এই রাস্তাটি তৈরি করা হবে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তাটি তৈরি হবে। পরবর্তী ক্ষেত্রে শহরের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য এই ফোর লেন রাস্তার দৈর্ঘ্য আরও বাড়ানো হবে। সম্পূর্ণ প্রকল্পটি শেষ করতে ৬০ থেকে ৭০ কোটি টাকা খরচ হতে পারে বলে ধরা হয়েছে।
আরও পড়ুন-অকালে সব শেষ…! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
সূত্রের খবর, আগামী ছয় মাসের মধ্যে রাস্তা তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে ফিলিপ্স কার্বন পর্যন্ত রাস্তাটি তৈরি হয়ে যাওয়ার আশা করা হচ্ছে। যদিও এই রাস্তা তৈরি করতে গিয়ে খুব বেশি গাছ কাটা পড়বে না বলেই জানানো হয়েছে। তবে যদি গাছ কাটতে হয়, তা নিয়ম মেনেই করা হবে। অন্যদিকে এই রাস্তার দু’পাশে সবুজায়নের ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই রাস্তাটি তৈরি হয়ে গেলে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভাল হবে। তেমনই যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। অন্যদিকে অকারণে জাতীয় সড়কের উপর চাপ কমবে। শহরের যানজট কমবে।
নয়ন ঘোষ