অন্ডাল থেকে বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা শুরু হওয়ার দাবি অনেক দিন থেকেই ছিল যাত্রীদের মধ্যে। বিশেষ করে উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেনের টিকিট না পাওয়ার কারণে এই দাবি ছিল যাত্রীদের। তারপরেই উড়ান চালু হওয়ার কথা জানা যায় অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর সূত্রে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছিল, একটি বেসরকারি উড়ান সংস্থার উদ্যোগে ৩০ আগস্ট থেকে অন্ডাল বাগডোগরা বিমান পরিষেবা চালু হবে। সেই মতো এ দিন শুক্রবার কাজী নজরুল বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান।
advertisement
উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান নয়! উচ্চ মাধ্যমিকে কড়া ব্যবস্থা, জানুন বদল-বৃত্তান্ত
জানা গিয়েছে, প্রাথমিকভাবে চার দিন অন্ডাল বাগডোগরা বিমান পরিষেবা পাওয়া যাবে। সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার অন্ডাল বাগডোগরা মধ্যে বিমান চলাচল করবে।প্রাথমিকভাবে জানা গেছে ভাড়া পড়বে ৩৪৯৯ টাকা। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ অন্ডাল থেকে বাগডোগরা বিমানটি ছাড়বে। বাগডোগরা পৌঁছবে ২:২০ মিনিটে। আবার ২:৫৫ মিনিটে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানটি ছেড়ে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছাবে বিকেল ৪:০৫ মিনিটে।
আরও পড়ুন- চরম অনাস্থা? ক্ষোভ? প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে! ভাইরাল ভিডিও
নতুন বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি সংলগ্ন জেলাগুলির মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। বিশেষ করে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া বীরভূম, পূর্ব বর্ধমানের মানুষ খুব সহজেই এই বিমান পরিষেবার সুযোগ নিতে পারবেন। উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেনের টিকিটের চিন্তা অনেকটা কমবে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, নতুন এই বিমান পরিষেবা যাত্রীদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। পর্যটনের মরশুমে যাত্রী সংখ্যা ভাল থাকবে বলেই আশা করছেন বিমানবন্দরের কর্তারা।
নয়ন ঘোষ