Big Changes In West Bengal Higher Secondary Exam: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান নয়! উচ্চ মাধ্যমিকে কড়া ব্যবস্থা, জানুন বদল-বৃত্তান্ত

Last Updated:

বড় বদল আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। একাদশ-দ্বাদশেও চালু হবে সেমেস্টার পদ্ধতি। পরীক্ষা হলে কী কী করলে বাতিল হবে পরীক্ষা? আসছে কড়া আইন, জানাল পর্ষদ।

 উচ্চমাধ্যমিকে বড় বদল! টুকলি রুখতে ২৫ দফা নিয়ম, কী কী করলে পরীক্ষা বাতিল হতে পারে? জেনে নিন
উচ্চমাধ্যমিকে বড় বদল! টুকলি রুখতে ২৫ দফা নিয়ম, কী কী করলে পরীক্ষা বাতিল হতে পারে? জেনে নিন
কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। এই আবহে উচ্চ মাধ্যমিকে বড় বদল আনতে চলছে সংসদ। উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পদক্ষেপ করা হবে, জানাল সংসদ। টুকলি রুখতেও ২৫ দফা নিয়ম আসছে! উত্তরপত্র বা OMR শিটে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। টোকাটুকি ও পরীক্ষার ঘরে নকল রুখতে আরও কড়া হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কী কী কারণে পরীক্ষা বাতিল বা পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে তার জন্য ২৫ দফা বিধি তৈরি করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জেনে নিন, হলের মধ্যে কোন কোন আচরণের জন্য বা অন্যান্য কী কী কারণে পরীক্ষা বাতিল হতে পারে।

advertisement
advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর,

১। উত্তরপত্রের সঙ্গে টাকা রেখে দিলে

২। উত্তরপত্র এ হাতের লেখার পরিবর্তন ধরা পড়লে

৩। উত্তরপত্রে অন্য কোন প্রসঙ্গ লিখলে

৪। নিজের পরিচয় ওএমআর শিটে জানালে

advertisement

৫। পরীক্ষার হলে সহপাঠীদের সঙ্গে গন্ডগোল করলে

৬। নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল লিখলে

৭। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেনু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলেও

পরীক্ষা বাতিল বা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে সংসদ।

advertisement
চলতি শিক্ষা বর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেবে।
তার জন্যই এবার পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা রাখতে একাধিক কড়া পদক্ষেপ সংসদের। স্কুলে স্কুলে পাঠানো হল এই ২৫ দফা বিধি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Big Changes In West Bengal Higher Secondary Exam: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান নয়! উচ্চ মাধ্যমিকে কড়া ব্যবস্থা, জানুন বদল-বৃত্তান্ত
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement