সম্প্রতি, আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য নতুন একটি ডিলাক্স বাস দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এসবিএসটিসির উদ্যোগে আসানসোল থেকে শিলিগুড়ি যাওয়ার নতুন এই ডিলাক্স বাসটি চলাচল শুরু করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী এই বাসটির উদ্বোধন করেছেন। নতুন এই বাসটি শুরু হওয়ার ফলে শিল্পাঞ্চল থেকে শৈলশহরের যাওয়ার সময় কমবে বলে আশা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে
এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর তিনটে ৫০ মিনিট নাগাদ এই বাসটি আসানসোল থেকে ছাড়বে। দুর্গাপুর পৌঁছবে বিকেল ৫ টা বেজে ১৫ মিনিটে। আসানসোল থেকে ছেড়ে এই ডিলাক্স বাসটি দুর্গাপুর, মালদা, রায়গঞ্জ হয়ে পৌঁছবে শিলিগুড়ি। প্রত্যেকদিন বাসটি শিলিগুড়ি থেকে ছাড়বে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ। তারপর একই রাস্তা ধরে ফিরবে শিলিগুড়িতে।
আরও পড়ুন: বেহালায় বিরাট চুরি! ২০ লক্ষ টাকার গয়না লোপাট, অর্ধেক আপেল খেয়ে টেবিলেই রেখে গেল চোর
বাসের উদ্বোধন অনুষ্ঠানে এসে এবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল জানিয়েছেন, নতুন এই বাস চালু হওয়ার ফলে পর্যটকদের অনেক সুবিধা হবে। বাসে সরাসরি শৈলশহর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। ডিলাক্স বাসে সফর হবে আরামদায়ক। একইসঙ্গে দুর্গাপুর থেকে রাত্রিকালীন দীঘা যাওয়ারও একটি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। পর্যটনের মরশুমে এসবিএসটিসির এই নতুন বাসগুলি চালু হওয়ার খবরে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।
নয়ন ঘোষ