TRENDING:

Durga Puja 2025 : বালিটিকুরী নেতাজি বালক সংঘের এবারের ভাবনা 'স্বপ্নলোক', দেখার মতো মণ্ডপ সজ্জা

Last Updated:

Durga Puja- ছেলে-বুড়োর কল্পনার জগত স্বপ্ন এক হয়েছে, বালিটিকুরী নেতাজি বালক সংঘের মণ্ডপে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: বালিটিকুরী নেতাজি বালক সংঘের এবারের ভাবনা ‘ স্বপ্নলোক ‘! উৎসবের দিনে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এই মণ্ডপ সজ্জা। শৈশব থেকে বৃদ্ধ, সমস্ত বয়সের দর্শনার্থীর মন ছুঁয়ে যাওয়ার মতো একটি মণ্ডপ। প্রতি বছর আকর্ষণীয় থিম। এবার মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন।
advertisement

দর্শকরা প্রতিমার সাজ সজ্জা দেখতে ঘণ্টার পর ঘণ্টা ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে হাওড়ায় মণ্ডপে মণ্ডপে থিমের মোড়ক। হাওড়া জেলার বেশ কিছু পুজো আছে যা কলকাতার থিমকেও হার মানায়। তেমনি থিম ভাবনায় অনন্য হাওড়ার বালিটিকুরী নেতাজি বালক সংঘ। এই বছর তাদের ভাবনা ‘স্বপ্নলোক’।

স্বপ্নলোক হল এমন এক মনমুগ্ধকর জগৎ। এটিকে স্বপ্নরাজ্য, কল্পলোক, স্বপ্নের দেশ, বা সব পেয়েছির দেশ হিসেবেও ডাকা যায়। সহজ কথায়, এটি এমন এক ধারণা বা মানসিক অবস্থা যা বাস্তবে সম্ভব নয়, কেবল কল্পনা বা স্বপ্নেই বিদ্যমান থাকে। মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্বপ্নের জগৎ কেমন তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোয় বলে জানালেন বালিটিকুরী নেতাজি বালক সংঘের কালচারাল সেক্রেটারি সুমন মুখার্জী।

advertisement

শুধু প্যান্ডেল নয়,প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। এখানকার বৃত্তাকার ক্ষেত্রে প্রতিমা অধিষ্ঠিত। মানুষের স্বপ্ন মানে একটা গোল, টার্গেট যেটাকে মানুষ সারা জীবন ধরে পূরণের চেষ্টা করে এখানে সেই কেন্দ্রবিন্দুকে দেখানো হয়েছে যার পিছনে মানুষ সারা জীবন ছুটে বেড়ায়। কাপড়, পুরানো কাগজ যেগুলো রিসাইকেল করা হচ্ছে সেগুলো দিয়ে এখানকার মণ্ডপ এবং ঠাকুর সজ্জিত রয়েছে।

advertisement

View More

আরও পড়ুন- কেরালার কথাকলি থেকে বিষ্ণুপুরের মাতৃমন্দির! শহরের পুজোকে টেক্কা দিচ্ছে মেদিনীপুরের ২ মণ্ডপ

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

বালিটিকুরী নেতাজি স্পোর্টিং ক্লাবের কালচারাল সেক্রেটারি ক্লাব প্রতি বছরই নিজেদের অভিনব ভাবনায় মানুষের মন জয় করে নেয়। এই বছরও নিজেদের নিজেদের স্বপ্নের জগৎ। স্বপ্নলোক দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : বালিটিকুরী নেতাজি বালক সংঘের এবারের ভাবনা 'স্বপ্নলোক', দেখার মতো মণ্ডপ সজ্জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল