দর্শকরা প্রতিমার সাজ সজ্জা দেখতে ঘণ্টার পর ঘণ্টা ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে হাওড়ায় মণ্ডপে মণ্ডপে থিমের মোড়ক। হাওড়া জেলার বেশ কিছু পুজো আছে যা কলকাতার থিমকেও হার মানায়। তেমনি থিম ভাবনায় অনন্য হাওড়ার বালিটিকুরী নেতাজি বালক সংঘ। এই বছর তাদের ভাবনা ‘স্বপ্নলোক’।
স্বপ্নলোক হল এমন এক মনমুগ্ধকর জগৎ। এটিকে স্বপ্নরাজ্য, কল্পলোক, স্বপ্নের দেশ, বা সব পেয়েছির দেশ হিসেবেও ডাকা যায়। সহজ কথায়, এটি এমন এক ধারণা বা মানসিক অবস্থা যা বাস্তবে সম্ভব নয়, কেবল কল্পনা বা স্বপ্নেই বিদ্যমান থাকে। মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্বপ্নের জগৎ কেমন তা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোয় বলে জানালেন বালিটিকুরী নেতাজি বালক সংঘের কালচারাল সেক্রেটারি সুমন মুখার্জী।
advertisement
শুধু প্যান্ডেল নয়,প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। এখানকার বৃত্তাকার ক্ষেত্রে প্রতিমা অধিষ্ঠিত। মানুষের স্বপ্ন মানে একটা গোল, টার্গেট যেটাকে মানুষ সারা জীবন ধরে পূরণের চেষ্টা করে এখানে সেই কেন্দ্রবিন্দুকে দেখানো হয়েছে যার পিছনে মানুষ সারা জীবন ছুটে বেড়ায়। কাপড়, পুরানো কাগজ যেগুলো রিসাইকেল করা হচ্ছে সেগুলো দিয়ে এখানকার মণ্ডপ এবং ঠাকুর সজ্জিত রয়েছে।
আরও পড়ুন- কেরালার কথাকলি থেকে বিষ্ণুপুরের মাতৃমন্দির! শহরের পুজোকে টেক্কা দিচ্ছে মেদিনীপুরের ২ মণ্ডপ
বালিটিকুরী নেতাজি স্পোর্টিং ক্লাবের কালচারাল সেক্রেটারি ক্লাব প্রতি বছরই নিজেদের অভিনব ভাবনায় মানুষের মন জয় করে নেয়। এই বছরও নিজেদের নিজেদের স্বপ্নের জগৎ। স্বপ্নলোক দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই ।