আরও পড়ুন: বিয়ের আগেই মা হয়ে গেলেন? গৌরব ও তাঁর রুশ প্রেমিকার কোলে একরত্তি! ‘ছোট্ট সারপ্রাইজ’ বলে চমক যুগলের
ঘটনার পর অভিযুক্ত ভাগ্নে কৃষ্ণ ধক পলাতক। রক্তাক্ত অবস্থায় মামী এবং দিদাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, বছর দুয়েক আগেও এরকম কুপ্রস্তাব দিয়েছিল ভাগ্নে। সেই সময়ে ভাগ্নের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেবার কৃষ্ণকে পুলিশ গ্রেফতার করেছিল। এমনকি তার কয়েকদিনের জন্য জেল হেফাজতও হয়েছিল।
advertisement
ফের আজ সকালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কৃষ্ণ তার মামী ও দিদার উপর হামলা চালায়। তাঁদের মাথা ফেটে যায়। জখম দিদা ও মামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সন্তু মল্লিক
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F