Gourab Mandol: বিয়ের আগেই মা হয়ে গেলেন? গৌরব ও তাঁর রুশ প্রেমিকার কোলে একরত্তি! 'ছোট্ট সারপ্রাইজ' বলে চমক যুগলের

Last Updated:
Gourab Mandol Gossip: একরত্তিকে কোলে নিয়ে রিল ভিডিও দিলেন গৌরব-চিন্তামণি। রুশ সুন্দরীর কোলে একরত্তি। পাশে দাঁড়িয়ে গৌরব। দু’জনেরই একগাল হাসি। চারদিকে হইহই পড়ে গেল, তবে কি বিয়ের আগেই সন্তানের আগমন হয়েছে যুগলের পরিবারে?
1/8
২০২২ সালেই ভাঙা। ২০২২ সালেই গড়া। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডলের বিচ্ছেদ হয়ে যায়। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
২০২২ সালেই ভাঙা। ২০২২ সালেই গড়া। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডলের বিচ্ছেদ হয়ে যায়। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
advertisement
2/8
রাশিয়ান সুন্দরী চিন্তামণি ডায়না। বৃন্দাবনের বিখ্যাত নৃত্যশিল্পী ডায়না কৃষ্ণপ্রেমেই এদেশে এসেছিলেন। উত্তরপ্রদেশের বৃন্দাবনে গিয়েই ডায়নার সঙ্গে আলাপ গৌরবের।
রাশিয়ান সুন্দরী চিন্তামণি ডায়না। বৃন্দাবনের বিখ্যাত নৃত্যশিল্পী ডায়না কৃষ্ণপ্রেমেই এদেশে এসেছিলেন। উত্তরপ্রদেশের বৃন্দাবনে গিয়েই ডায়নার সঙ্গে আলাপ গৌরবের।
advertisement
3/8
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
advertisement
4/8
বিয়ের সুখবর যদিও এখনও পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের ছবি দেখা যায়। হঠাৎই বড় ‘সারপ্রাইজ’ দিয়ে বসলেন যুগল।
বিয়ের সুখবর যদিও এখনও পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের ছবি দেখা যায়। হঠাৎই বড় ‘সারপ্রাইজ’ দিয়ে বসলেন যুগল।
advertisement
5/8
একরত্তিকে কোলে নিয়ে রিল ভিডিও দিলেন গৌরব-চিন্তামণি। রুশ সুন্দরীর কোলে একরত্তি। পাশে দাঁড়িয়ে গৌরব। দু’জনেরই একগাল হাসি।
একরত্তিকে কোলে নিয়ে রিল ভিডিও দিলেন গৌরব-চিন্তামণি। রুশ সুন্দরীর কোলে একরত্তি। পাশে দাঁড়িয়ে গৌরব। দু’জনেরই একগাল হাসি।
advertisement
6/8
সাদা জামা ও হেয়ার ব্যান্ডে বড়ই আদুরে একরত্তি। চারদিকে হইহই পড়ে গেল, তবে কি বিয়ের আগেই সন্তানের আগমন হয়েছে যুগলের পরিবারে?
সাদা জামা ও হেয়ার ব্যান্ডে বড়ই আদুরে একরত্তি। চারদিকে হইহই পড়ে গেল, তবে কি বিয়ের আগেই সন্তানের আগমন হয়েছে যুগলের পরিবারে?
advertisement
7/8
ধন্দ তৈরি হয়েছে চিন্তামণির ক্যাপশনে, তিনি লিখেছেন, ‘ছোট্ট সারপ্রাইজ’। তাঁদের কমেন্ট বক্সে একাধিক নেটিজেনের প্রশ্ন, ব্যাপারটা কী, তোমাদের কি সন্তান রয়েছে, তোমরা কি দত্তক নিয়েছ? তুমি অন্তঃসত্ত্বা কবে ছিলে?
ধন্দ তৈরি হয়েছে চিন্তামণির ক্যাপশনে, তিনি লিখেছেন, ‘ছোট্ট সারপ্রাইজ’। তাঁদের কমেন্ট বক্সে একাধিক নেটিজেনের প্রশ্ন, ব্যাপারটা কী, তোমাদের কি সন্তান রয়েছে, তোমরা কি দত্তক নিয়েছ? তুমি অন্তঃসত্ত্বা কবে ছিলে?
advertisement
8/8
প্রশ্নের ঝড়ের মাঝেই উত্তর দিলেন খোদ চিন্তামণি। তিনি হেসে মন্তব্য করলেন, ‘আমার বন্ধুর সন্তান। আমার নয়।’
প্রশ্নের ঝড়ের মাঝেই উত্তর দিলেন খোদ চিন্তামণি। তিনি হেসে মন্তব্য করলেন, ‘আমার বন্ধুর সন্তান। আমার নয়।’
advertisement
advertisement
advertisement