বেঁচে থাকাকালীন নেপাল সূত্রধর নিজেই অনেকবার তিনি বলেছিলেন পুরস্কার তিনি পাবেনই। তাঁর সেই দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। এ খুশির দিনেও চোখে জল নিয়ে নেপাল সূত্রধরের জন্য গর্বে বুক ভরে যাচ্ছি তার সন্তানদের।
আরও পড়ুন: ‘আমি গর্বিত, আমি আনন্দিত’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তী, জানালেন মনের কথা
advertisement
স্বামীর এই সাফল্যে খুশি নেপাল সূত্রধরের স্ত্রী সুন্দরা সূত্রধর। বিয়ের পর থেকেই স্বামীকে দেখেছিলেন ছৌ মুখোশ তৈরি ও ছৌ নৃত্য করতে। সদা সর্বদাই স্বামীর পাশে থেকেছেন তিনি। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়েছেন সুন্দরাদেবী। তবে আজ এই আনন্দের দিনে স্বামীর জন্য গর্বে বুক ভরে যাচ্ছে তার। স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চোখের জলে।
নেপাল সূত্রধরের জীবদ্দশাতে পরিবার সহ ঘনিষ্ঠ মহলে বলে গিয়েছিলেন পদ্মশ্রী তিনি পাবেনই। তার সেই কথাই সত্যি হল। পুরস্কার পেলেন বটে, কিন্তু তা তিনি পেলেন মৃত্যুর পর। সেই মরণোত্তর পদ্মশ্রীতেই খুশি তাঁর পরিবার। খুশি উপচে পড়ছে বাঘমুন্ডির চড়িদা গ্রামে। খুশির আনন্দে মেতেছে ছৌ ভূমি পুরুলিয়া।
শর্মিষ্ঠা ব্যানার্জি