TRENDING:

NBSTC: এক জগন্নাথ মন্দির কপাল খুলে দিল এনবিএসটিসি-র! ৬ দিনের আয় শুনলে চোখ কপালে উঠবে, একমাসের সব সিট বুকড

Last Updated:

পাহাড় থেকে সমুদ্রের টানে উত্তরবঙ্গ-দিঘা ভলভো বাস পরিষেবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: পাহাড় থেকে সমুদ্র ভলভো বাস পরিষেবায় উল্লেখ্যযোগ্য সাফল্য পরিবহন নিগমের। সম্প্রতি জগন্নাথ মন্দির সমুদ্র কেন্দ্রিক দিঘা পর্যটন কেন্দ্রে পর্যটকের জোয়ার এনে দিয়েছে। সেই সঙ্গে সম্প্রতি চালু হওয়া উত্তরবঙ্গের ছয়টি জেলার সঙ্গে দিঘা এখন অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা পাহাড় ও সমুদ্রকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এই পরিবহণ ব্যবস্থা চালুর মাত্র ছয় দিনের মধ্যেই অভাবনীয় সাফল্য লাভ করেছে, যার ফলস্বরূপ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) রেকর্ড পরিমাণ আয় করেছে। দিঘা-দার্জিলিং এক সূত্রে বাঁধা পড়ায় পর্যটকের জোয়ার এসেছে দিঘায়।
advertisement

বাসগুলি বাতানুকূল এবং পুশব্যাক আসনের সুবিধা সহকারে নকশা করা হয়েছে, যেখানে চালক ও কন্ডাক্টর সহ মোট ৪৫টি আসন রয়েছে। উদ্বোধনের পর থেকেই শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে এই বাসগুলি দিঘায় নিয়মিত যাতায়াত করছে। শুরুর এই ছয় দিনেই যাত্রীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রতিটি বাসে প্রায় ১০০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করায় এনবিএসটিসি-র আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

advertisement

আরও পড়ুন: একজন-দুজন হলে হয়! এবার নয় নয়জন! কলকাতার বুকে দাপট দেখাবে ছাপোষা গাঁয়ের ক্রিকেটাররা

বর্তমানে দিঘায় এনবিএসটিসি-র নিজস্ব কোন ডিপো না থাকায়, তারা প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-এর ডিপোর ওপর নির্ভরশীল। সেখানেই তাদের বাস টার্মিনাস এবং টিকিট কাউন্টার খোলা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের ছয়টি জেলা শহরের বাস টার্মিনাসগুলি থেকেও দিঘা আসার বাসের টিকিট বিক্রি হচ্ছে এবং অনলাইন বুকিং পরিষেবাও চালু রয়েছে, যা যাত্রীদের জন্য সুবিধা বয়ে এনেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও ম্যানেজিং ডিরেক্টর দিঘার বাস টার্মিনাসের যাবতীয় বন্দোবস্ত ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গেও কথা বলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় এক সপ্তাহের মধ্যে পরিবহণ দপ্তরের এই বিপুল সাফল্যের কথা জানান। তিনি বলেন, ‘উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই বাস পরিষেবার ফলে সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হয়েছে। আমরা এক সপ্তাহে ব্যাপক সাড়া পেয়েছি। যাত্রীরা কাউন্টারে এসে কিংবা রেড বাস অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।’

advertisement

ভবিষ্যতে দিঘায় একটি নিজস্ব অফিস তৈরির পরিকল্পনা রয়েছে এনবিএসটিসি-র। এসবিএসটিসি ডিপোর মন্দির লাগোয়া চালাঘরে এই পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়া, শিলিগুড়ির মিটিংয়ে মুখ্যমন্ত্রী আরও ছয়টি দিঘাগামী স্লিপার বাস চালুর কথা ঘোষণা করেছিলেন, যার জন্য আবেদন জানানো হয়েছে। এই বাসগুলি পাওয়া গেলে পরিষেবা আরও মজবুত হবে। যা নিঃসন্দেহে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

advertisement

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দাবি অনুযায়ী, এই নতুন বাস রুটগুলি থেকে মাত্র ছয় দিনে প্রায় ছয় লক্ষ টাকা আয় হয়েছে, যা দৈনিক গড় আয়ের হিসাবে প্রায় এক লক্ষ টাকা। এনবিএসটিসি-র সূত্রে খবর, আগামী প্রায় এক মাস পর্যন্ত বাসগুলির টিকিট বুকিং সম্পূর্ণ হয়ে আছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদহ থেকে বাস চলাচল করছে। বেসরকারি বাসের তুলনায় এই ভলভো বাসগুলির ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ কম রাখা হয়েছে এবং আগামী দুর্গাপুজো পর্যন্ত ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয়েছে। যা যাত্রীদের জন্য এক বাড়তি সুবিধা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NBSTC: এক জগন্নাথ মন্দির কপাল খুলে দিল এনবিএসটিসি-র! ৬ দিনের আয় শুনলে চোখ কপালে উঠবে, একমাসের সব সিট বুকড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল