Cricket News: একজন-দুজন হলে হয়! এবার নয় নয়জন! কলকাতার বুকে দাপট দেখাবে ছাপোষা গাঁয়ের ক্রিকেটাররা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
সিলেকশন পর্বে একসঙ্গে নয় জন খেলোয়াড় ডাক কলকাতায় ক্রিকেট খেলার
তমলুক: প্রত্যন্ত গ্রাম থেকে এবার কলকাতার ক্রিকেট মাঠে দাপট দেখাবে জেলার বেশ কয়েকজন ক্রিকেটার। অন্যান্য খেলাধুলায় জেলা থেকে খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু ক্রিকেট খেলায় সেই অর্থে জেলার প্রতিভা খুব বেশি নেই। তবে এবার পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ক্রিকেটারের কলকাতার মাঠে নামতে চলছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বাংলা ও ভারতের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এবার সেই অশোক দিন্দার জেলার ক্রিকেটাররা সিএবি পরিচালিত বিভিন্ন ডিভিশনে কলকাতার নামিদামি ক্লাবের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পেল।
পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জামিট্যা। এই জামিট্যা গ্রামে রয়েছে একটি স্পোর্টস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিতে প্রায় ৮০ জন ছাত্র ক্রিকেটের প্রশিক্ষণ নেয়। কলকাতার বিখ্যাত ক্রিকেট ক্লাব সাহাপুর স্পোর্টিং সিএবি পরিচালিত ক্রিকেট ডিভিশনের সেকেন্ড ডিভিশনের বাছাই পর্ব আয়োজন করে। আর সেই বাছাই পর্বে তমলুকের জামিট্যার ওই অ্যাকাডেমি থেকে নয় জন ক্রিকেটার উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া শিক্ষানবিস ক্রিকেটারের কলকাতায় আরও উন্নতমানের কোচিং সহ কলকাতার মাঠে ক্রিকেট খেলার সুযোগ পাবে।
advertisement
advertisement
এ বিষয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বি লেভেলের কোচ অরিজিৎ মজুমদার জানান, ‘বর্তমান সময়ে জেলাতেও ক্রিকেট প্রতিভা পিছিয়ে নেই। জেলায় জেলায় নতুন ক্রিকেট প্রতিভার অনুসন্ধান চলছে। প্রত্যন্ত গ্রামের এই অ্যাকাডেমিতে বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার রয়েছে। যাদের অন্যতমের প্রশিক্ষণ দরকার। এই প্রত্যন্ত গ্রাম থেকে নয় জন ক্রিকেটারকে আমরা শর্টলিস্ট করেছি। আগামী দিনে তারা কলকাতার লিগে বিভিন্ন বিভাগে খেলার সুযোগ পাবে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত আন্ডার থার্টিন, ফিফটিন এবং সিক্সটিন বিভাগে খেলার সুযোগ পাবে এই নয় জন ক্রিকেটার। গ্রাম্য পরিবেশে বেড়ে উঠার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলার স্বপ্নকে আরও জোরদার হল ওই সব ক্রিকেটারদের। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটাররা এবার দাপট দেখাবে কলকাতার মাঠে। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত জামিট্যা গ্রামে এই ক্রিকেট অ্যাকাডেমির পরিচালন কমিটির মাথায় রয়েছেন ভারতের জাতীয় দলের কোচিং স্টাফের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি।
advertisement
সৈকত শী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 5:38 PM IST