TRENDING:

তিতুমীরের বাঁশের কেল্লার নারকেলবেড়িয়াকে হেরিটেজ ঘোষণার দাবি নওশাদের 

Last Updated:

বাঁশের কেল্লার স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়াকে হেরিটেজ ঘোষণার দাবি জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: তিতুমীরের বাঁশের কেল্লার নারকেলবেড়িয়াকে হেরিটেজ ঘোষণার দাবি নওশাদের।
বাদুড়িয়ার নারকেলবেড়িয়ার সংগ্রহশালায় নওশাদ সিদ্দিকী 
বাদুড়িয়ার নারকেলবেড়িয়ার সংগ্রহশালায় নওশাদ সিদ্দিকী 
advertisement

দেশের কৃষক আন্দোলনের পথিকৃত, স্বাধীনতা যোদ্ধা মীর নিসার আলি ওরফে তিতুমীরের সঠিক মূল্যায়ন হয়নি। তাঁর নামে মেট্রো স্টেশনের নামও মুছে দিতে তারা উদ্যত হয়েছে।

এদিন উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় তিতুমীরের শহীদ দিবস স্মরণে বাঁশের কেল্লার স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে বাঁশের কেল্লার স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়াকে হেরিটেজ ঘোষণার দাবি জানালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

advertisement

আরও পড়ুন- কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য! রোগীর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

বাদুড়িয়ায় তিতুমীরের স্মৃতি উদ্দেশ্যে আয়োজিত রক্তদান শিবিরের সভা থেকে সোজা চলে যান তিতুমীরের স্মৃতিবিজড়িত নারকেলবেড়িয়ার বাঁশেরকেল্লার স্মৃতিস্তম্ভে।

পাশাপাশি তিতুমীরের বংশধরদের সঙ্গে দেখা করে কথা বলেন। স্থানীয় শহিদ তিতুমীর মিশনের উদ্যোগে গড়ে তোলা তিতুমীর স্মারক সংগ্রহশালাটি ঘুরে দেখেন। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

advertisement

আরও পড়ুন- ফিরে আসছে পুরনো শিল্প, ২৮ বার ঘণ্টা বাজিয়ে শুরু হল ২৮তম যাত্রা উৎসব 

শহিদ তিতুমীর মিশন -এর সম্পাদক রাজ্য সরকারের কাছে বাসিন্দাদের দাবি সম্বলিত একটি চিঠিও তুলে দেন। মিশনের তরফে দাবি করা হয়, নারকেলবেড়িয়া ও চাঁদপুর-হায়দারপুর গ্রামকে হেরিটেজ ভিলেজ হিসেবে স্বীকৃতি প্রদান, শহিদ তিতুমীরের নামে এলাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, তেঁতুলিয়া-মছলন্দপুর রোগকে তিতুমীর সরণি নাম ফিরিয়ে দিয়ে নারকেলবেড়িয়া গ্রামে ঢোকার মুখে শহীদ তিতুমীরের নামে তোরণ নির্মাণ, বাঁশেরকেল্লার যুদ্ধক্ষেত্রকে সরকারিভাবে সংরক্ষণ করা, শহীদ তিতুমীরের বংশধরদের স্বাধীনতা সংগ্রামীর পরিবারের মর্যাদা দিয়ে সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিতুমীরের বাঁশের কেল্লার নারকেলবেড়িয়াকে হেরিটেজ ঘোষণার দাবি নওশাদের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল