Kalna Government Hospital: কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য! রোগীর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Kalna Government Hospital: কালনা স্টেট জেনারেলের এ কী অবস্থা৷ সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, যা দেখে চমকে উঠবেন৷ কালনা স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্ট্রেচারে রোগীকে শুইয়ে দেড় কিলোমিটার দূরে বেসরকারি ল্যাবে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল৷
কালনা: কালনা স্টেট জেনারেলের এ কী অবস্থা৷ যত দিন যাচ্ছে ততই পরিণতি চরমে পৌঁছাচ্ছে৷ সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, যা দেখে চমকে উঠবেন৷ কালনা স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্ট্রেচারে রোগীকে শুইয়ে দেড় কিলোমিটার দূরে বেসরকারি ল্যাবে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল৷ হাসপাতালের এই অবস্থা দেখে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা৷
পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটেছে৷ এই হাসপাতালে ভর্তি করে বিপাকে পড়েছে রোগীর পরিবার৷ হাসপাতালে নেই সিটি স্ক্যানের কোনও ব্যবস্থা৷ কিন্তু চিকিৎসকরা তারপরও সিটি স্ক্যান করানোর কথা লিখতেই বিপাকে পড়েছেন রোগী ও তার পরিবার৷ রাজ্যের সরকারি হাসপাতালে এমন অমানবিকতার ছবি দেখে সকলেই চমকে উঠেছেন৷
advertisement
advertisement
শারীরিক অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরে স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসতেই চরম উত্তেজনা ছড়িয়েছে৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেছেন, কীভাবে রোগী হাসপাতালের বাইরে গেল তা জানতে হবে জেলা স্বাস্থ্য দফতরকে৷ সিকিউরিটি সুপারভাইজার সহ নিরাপত্তা রক্ষীদের শোকজ করারও নির্দেশ দিয়েছেন তিনি৷ সেইসঙ্গে গাড়ির ব্যবস্থা না হলে কোনও রোগীকে বাইরে যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 5:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Government Hospital: কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য! রোগীর পরিণতি দেখলে আঁতকে উঠবেন