Kalna Government Hospital: কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য! রোগীর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Kalna Government Hospital: কালনা স্টেট জেনারেলের এ কী অবস্থা৷ সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, যা দেখে চমকে উঠবেন৷ কালনা স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্ট্রেচারে রোগীকে শুইয়ে দেড় কিলোমিটার দূরে বেসরকারি ল্যাবে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল৷

কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য!
কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য!
কালনা: কালনা স্টেট জেনারেলের এ কী অবস্থা৷ যত দিন যাচ্ছে ততই পরিণতি চরমে পৌঁছাচ্ছে৷ সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, যা দেখে চমকে উঠবেন৷ কালনা স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্ট্রেচারে রোগীকে শুইয়ে দেড় কিলোমিটার দূরে বেসরকারি ল্যাবে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হল৷ হাসপাতালের এই অবস্থা দেখে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা৷
পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেট জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটেছে৷ এই হাসপাতালে ভর্তি করে বিপাকে পড়েছে রোগীর পরিবার৷ হাসপাতালে নেই সিটি স্ক্যানের কোনও ব্যবস্থা৷ কিন্তু চিকিৎসকরা তারপরও সিটি স্ক্যান করানোর কথা লিখতেই বিপাকে পড়েছেন রোগী ও তার পরিবার৷ রাজ্যের সরকারি হাসপাতালে এমন অমানবিকতার ছবি দেখে সকলেই চমকে উঠেছেন৷
advertisement
advertisement
শারীরিক অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরে স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসতেই চরম উত্তেজনা ছড়িয়েছে৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেছেন, কীভাবে রোগী হাসপাতালের বাইরে গেল তা জানতে হবে জেলা স্বাস্থ্য দফতরকে৷ সিকিউরিটি সুপারভাইজার সহ নিরাপত্তা রক্ষীদের শোকজ করারও নির্দেশ দিয়েছেন তিনি৷ সেইসঙ্গে গাড়ির ব্যবস্থা না হলে কোনও রোগীকে বাইরে যেতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Government Hospital: কালনা হাসপাতালে মর্মান্তিক দৃশ্য! রোগীর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement