আরও পড়ুন: তাংখুল উপজাতির কালো মাটির পাত্র দেখতে আসতে হবে এখানে
বোটানিক্যাল গার্ডেনে পড়ুয়াদের গাছ চেনালেন বিশিষ্ট পরিবেশবিদ, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি ডাঃ সৌরেন্দুশেখর বিশ্বাস। বন্যপ্রাণ সম্বন্ধে ধারণা দেওয়া ও বাইনোকুলারে পাখি দেখানো এবং তাদের বিষয়ে প্রাথমিক ধরণা দেন চিত্রক প্রামাণিক, শুভজিৎ মাইতি ও অর্পন দাস। সক্রিয় উদ্যোগ ও পরিচালনায় উপস্থিত ছিলেন আমতা পূর্ব চক্রের এসআই অফ স্কুল অনিকেত মুখার্জী এবং ওই বিদ্যালয়ের ৬ জন সহ শিক্ষক।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে এই দিন ছাত্রদের মধ্যে দেখা গিয়েছে আলাদা উৎসাহ। এতদিন যে সকল গাছের কথা স্কুলের বই পড়েছে তা চোখের সামনে দেখে অনেকেই উত্তেজনা চেপে রাখতে পারেনি। শিক্ষক এবং পরিবেশবিদদের উপস্থিতির মাধ্যমে সম্পূর্ণ প্রকৃতি পাঠ তাদের কাছে আলাদা অভিজ্ঞতা বলেই জানায় ছাত্ররা। শিক্ষকদের মতে, এই ধরনের প্রকৃতি পাঠ পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে সহায়ক হবে।
রাকেশ মাইতি