Siliguri News: তাংখুল উপজাতির কালো মাটির পাত্র দেখতে আসতে হবে এখানে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
মণিপুরের নুংবি গ্রামে বসবাসকারী তাংখুল উপজাতি বহু যুগ ধরে এই কালো মাটির পাত্র তৈরি করে আসছে
শিলিগুড়ি: মণিপুরের কালো মাটির পাত্র দেখেছেন? মণিপুরের অধিকাংশ গ্রামের মৃৎশিল্পে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, প্রতিটি তার নিজস্ব রং এবং নকশা দ্বারা নির্ধারিত। বলা হয় এই কালো মাটির ভিন্ন রকম কাদামাটি এবং কালো পাথর থেকে হাতে করে তৈরি করেন মৃৎশিল্পীরা।
মণিপুরের নুংবি গ্রামে বসবাসকারী তাংখুল উপজাতি বহু যুগ ধরে এই কালো মাটির পাত্র তৈরি করে আসছে। সেই অপূর্ব সব হস্তশিল্প সামগ্রী নিয়ে শিলিগুড়িতে গড়ে উঠছে সংগ্রহশালা ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট।
advertisement
এই সংগ্রহশালায় এলেই দেখতে পাবেন উত্তর-পূর্ব ভারত তথা বিভিন্ন দেশের নানান প্রজাতির নিজস্ব শিল্পকলার নিদর্শন। শুধু কালো মাটির পাত্র নয়, কওনা ঘাস দিয়ে তৈরি নানান জিনিসও দেখতে পাবেন এখানে এলে। এছাড়াও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র’ও আছে। তাতে দিয়ে তৈরি বিভিন্ন প্রাচীন উপজাতি গোষ্ঠীর জামাকাপড় সংগ্রহ করে রাখা আছে এখানে।
advertisement
ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাটের অন্যতম কর্নধার সংযুক্তা বসু বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীন হস্তশিল্পগুলো হারিয়ে যেতে বসেছে। প্রাচীন সেই হস্তশিল্পের নানান ইতিহাস আছে। এগুলি সংরক্ষিত না করলে আগামী প্রজন্মের মধ্যে সেগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকবে না। তাই সেই হাতের কারু শিল্পগুলি সংগ্রহ করে যত্ন করে আমাদের সংগ্রহশালায় রেখেছি।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
উল্লেখ্য, ২০১৮ সালে এই সংগ্রহশালা স্থাপন করা হয়েছিল শিলিগুড়ি মডেলা কেয়ারটেকার স্কুলের একটি ছোট্ট জায়গাতে। কাঠ, বাঁশ এবং মাটি দিয়েই সেই সংগ্রহশালা তৈরি করা হয়েছিল। আজ ম্যাঙ্গো ট্রি ভিলেজ হাট হস্তশিল্পের মিউজিয়াম হয়ে উঠেছে বলাই যেতে পারে।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 5:41 PM IST
