জাতীয় স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় অসম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। এত বড় পরিসরের প্রতিযোগিতায় বাংলার হয়ে খেলে নিজেদের দক্ষতা প্রমাণ করে এই নজরকাড়া সাফল্য অর্জন করেন জেলার খেলোয়াড়রা। জয়ী খেলোয়াড়েরা সকলেই রঘুনাথপুরের ‘এক্সট্রিম ক্যারাটে’ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক অনিরুদ্ধ দত্ত বহু বছর ধরে তাঁদের ক্যারাটে প্রশিক্ষণ দেন। এখনও পর্যন্ত অসংখ্য ছাত্রছাত্রীকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের মুখ দেখিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ মিউজিয়ামের ‘জাদু আয়না’ বানানো যাবে বাড়িতেই! বিশেষ পদ্ধতি দেখালেন মালদহের ২ কলেজ পড়ুয়া, মুগ্ধ সকলে
এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী সুদীপ্তা গড়াই, তানিশা মনি, দেবমাল্য দত্ত জানান, “জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় এমন সাফল্য পেয়ে আমরা সকলেই আনন্দিত। আগামীদিনে আরও কীভাবে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে ‘এক্সট্রিম ক্যারাটে’ কেন্দ্রের প্রশিক্ষক অনিরুদ্ধ দত্ত বলেন, “এটি আমাদের জন্য শুধু একটি সাফল্য নয়, পুরো বাংলার জন্য একটি বড় অর্জন। বাংলার এই সফল ক্যারাটে খেলোয়াড়রা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রশিক্ষণ সত্যিই ফলপ্রসূ হতে পারে।” পুরুলিয়া জেলার এই ১০ জন ক্যারাটে খেলোয়াড়ের সাফল্যে এখন গর্বিত পুরো বাংলা।





