এই মেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, মেলার সার্বিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে মহিলাদের হাতেই। নিরাপত্তা, শৃঙ্খলারক্ষা, স্টল বণ্টন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সক্রিয় ভূমিকা সকলের নজর কেড়েছে। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলিতেও পুরুষদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে সাজিয়ে তুলেছেন স্টল। কোথাও বাহারি পিঠে-পুলি, কোথাও হাতে বানানো সাজসজ্জার উপকরণ, কোথাও আবার রঙিন ফুলের টব, সবই মহিলাদের সৃজনশীলতার পরিচয় বহন করছে।
advertisement
এই মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিজেদের তৈরি পণ্য সরাসরি বিক্রির সুযোগ পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের কথায়, এই ধরনের মেলা মহিলাদের এগিয়ে যাওয়ার পথে বড় সহায়ক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইছামতির শান্ত পরিবেশে আয়োজিত এই নারীবান্ধব মেলা শুধু কেনাবেচার জায়গাই নয়, বরং হয়ে উঠেছে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক অগ্রগতির এক উজ্জ্বল মঞ্চ। বসিরহাটে এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে অন্য এলাকাকেও অনুপ্রাণিত করবে।





