Malda News: মালদহেই হবে সব কাজ, আর ছুটতে হবে না ভিনরাজ্যে! কার্পেট শিল্পে অগ্রগতি আনতে বড় পরিকল্পনা জেলা প্রশাসনের
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Malda News: জেলায় কারখানা তৈরি হলেও এখানে শুধুমাত্র কার্পেট উইভিংয়ের কাজ হয়। পরের পর্যায়ের কাজ এবং বাণিজ্যিকীকরণের জন্য ভিনরাজ্যে পাঠাতে হয়।
মালদহ, জিএম মোমিনঃ রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কার্পেট তৈরির কারখানা হলেও অভাব রয়েছে পরিকাঠামোর। আজও জেলার কার্পেট শিল্পীদের হাতে তৈরি কার্পেট ভিনরাজ্য থেকে বাণিজ্যিকীকরণ হয়। মালদহে কার্পেট হাব তৈরির পরিকল্পনা এবং কাজ শুরু হলেও আজও গড়ে ওঠেনি কার্পেট ক্লাস্টার। যদিও প্রথম পর্যায়ে কাজ হিসেবে গড়ে উঠেছে কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট উইভিং অর্থাৎ কার্পেট তৈরির কারখানা। তবে এটি সম্পূর্ণ নয় বলে দাবি কার্পেট শিল্পীদের। পরিকাঠামোর অভাবের কারণে আজও জেলার বহু শিল্পীদের পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিতে হচ্ছে ভিনরাজ্যে।
এক কার্পেট শিল্পী মকবুল মোমিন জানান, “প্রশাসনের কাছে সমস্যাগুলো জানিয়েছি। দীর্ঘদিন ধরেই কার্পেট ক্লাস্টার তৈরির কাজ চলছে, তবে সেই কাজ সম্পূর্ণ হচ্ছে না। কার্পেট তৈরি হলেও ফিনিশিং ও বাণিজ্যিকীকরণের জন্য ভিনরাজ্যে পাঠাতে হচ্ছে। যার ফলে দাম মিলছে না শিল্পীদের। তাই এখনও ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন জেলার কার্পেট শিল্পীরা। কাজটি সম্পন্ন হলে এলাকায় কর্মসংস্থানের সংখ্যা বাড়বে।”
advertisement
আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! রাইফেলের ডগায় বিশ্ব কাঁপিয়ে অর্জুন পুরস্কারে মনোনীত বঙ্গকন্যা মেহুলি, গর্বে বুক ভরছে সবার
কার্পেট শিল্পীদের সমস্যার কথা জানতে পেরে এদিন মালদহ ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকায় নবনির্মিত কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট উইভিং অর্থাৎ কার্পেট কারখানা প্রদর্শন করেন জেলা প্রশাসন আধিকারিকরা। সমস্যা শুনে জেলা হস্ততাঁত উন্নয়ন আধিকারিক আনন্দমোহন দাস জানান, “জেলায় পর্যাপ্ত পরিমাণে কার্পেট শিল্পী রয়েছে। বর্তমানে মালদহ সদর মেগা কার্পেট ক্লাস্টারে নথিভুক্ত রয়েছেন ১০০৮ জন কার্পেট শিল্পী। ইতিমধ্যে রাজ্য সরকারের এই কারখানায় কাজ চলছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে ক্লাস্টার তৈরির কাজের জন্য কার্পেট শিল্পীদের দাবি মতো রাজ্য সরকারকে প্রোজেক্ট প্রোপোজাল পাঠানো হবে। যাতে সমস্ত কাজ এখানেই হয়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারখানা তৈরি হলেও জেলায় শুধুমাত্র উইভিংয়ের কাজ হয়। পরের পর্যায়ের কাজ এবং বাণিজ্যিকীকরণের জন্য ভিনরাজ্যে কার্পেট পাঠাতে হয়। পরিকল্পনা ছিল জেলাতেই কার্পেট হাব তৈরি হবে, যেখানে উইভিংয়ের পর ক্লিপিং, ডায়িং, ফিনিশিং এবং প্যাকেজিং করে সরাসরি বিদেশে রফতানি করা হবে। তবে আজও সেই কাজ অধরা। তাই এই কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন জেলার কার্পেট শিল্পীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 26, 2025 2:23 PM IST








