তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। স্বামীজীর সময় থেকেই এখানে ক্যারাটে, যোগব্যায়াম, ব্রতচারী, লাঠি, প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়। এই মঠে আরাধ্য দেবী মা কালী। প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় এখানে। এছাড়াও কালী পুজো, সরস্বতী পুজো, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিন, ক্ষুদিরামের মৃত্যু দিন, রাখী পূর্ণিমা, আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসের মত বিশেষ দিনগুলিকে উদযাপন করা হয়।
advertisement
আরও পড়ুন : মাঠেঘাটে পড়ে থাকে অবহেলায়, কিন্তু ভূত চতুর্দশীতে ‘বাজারের রাজা’ এইসব জিনিস! লাইন দিয়ে কিনছেন মানুষ
এবার কালী পুজোর আগে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী এক হয়ে রঙ তুলির আঁচড়ে সাজিয়ে তুলছে মঠ। প্রতিবছর মা কালীর আরাধন হয় এখানে। কালীপুজোর বেশ কয়েকদিন আগে থেকে মঠের চতুর্দিক সাজিয়ে তোলা হয়। এবার সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অঙ্কন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বছর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এবং নতুন প্রজন্মকে শিক্ষাদানে নানা উদ্যোগ গ্রহণ করা হয় মঠের পক্ষ থেকে। সেই মতেই ক্যারাটে, অঙ্কনের মত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। বিশাল মঠ প্রাঙ্গণ ঢেকে পড়ছে আল্পনা ও ছবিতে। মঠের প্রবেশ দ্বার থেকে মঠের দেওয়াল এবং মঠ প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। কালী পুজোয় নরেন্দ্রপুর শিমুলতলা আনন্দমঠ সাজিয়ে তুলতে হাত লাগিয়েছে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা।