TRENDING:

Nandigram: পঞ্চায়েত ঘোষণা হতেই নন্দীগ্রামে এ কী কাণ্ড! বিস্ফোরক অভিযোগ বিজেপির

Last Updated:

Nandigram: গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার সেই নন্দীগ্রামে হরিপুর গ্রাম পঞ্চায়েত আসনের জন্য নমিনেশন জমা দিতে যান বিজেপি প্রার্থীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: নন্দীগ্রামে মিছিল করে মনোনয়ন পেশের পথে বিজেপি প্রার্থীরা! ভোট ঘোষণার অনেক আগেই গত মার্চ মাসে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। যে খবর এক্সক্লুসিভলি দেখিয়েছিল নিউজ 18 বাংলা।
নন্দীগ্রামে এ কী কাণ্ড!
নন্দীগ্রামে এ কী কাণ্ড!
advertisement

গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার সেই নন্দীগ্রামে হরিপুর গ্রাম পঞ্চায়েত আসনের জন্য নমিনেশন জমা দিতে যান বিজেপি প্রার্থীরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেই নমিনেশন জমা দিতে যায় বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামের টেঙুয়া থেকে মিছিল করেই নমিনেশন জমা দিতে এগিয়ে চলেন বিজেপির প্রার্থীরা। কিন্তু বিডিও অফিসের রাস্তায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাধে বিজেপির কর্মী সমর্থকদের। যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

advertisement

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ থেকেই শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। শুক্রবার নমিনেশনের প্রথম দিন সুতি বিডিও অফিসে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সকাল থেকেই বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে সুতি ২ নং বিডিও অফিসে নমিনেশন জমা করতে আসলেও নমিনেশন জমা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃবৃন্দ। বিডিও অফিসে প্রস্তুতি না থাকায় কার্যত নমিনেশনের জন্য দীর্ঘক্ষন ধরেই দাঁড়িয়ে রয়েছেন বাম কংগ্রেসের প্রার্থীরা।

advertisement

আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল

আগামী ৮ জুলাই রাজ্য পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা করার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয় ৯ জুন থেকে ১৫ জুন। প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র ঘোষণা করার দিনক্ষন ঘোষণা করলেও শুক্রবার ডায়মন্ড হারবার ১ ব্লকে মনোনয়নপত্র জমা করতে পারল না বিরোধী প্রার্থীরা। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের নির্দেশ মতো আজ বিজেপি, সিপিআইএম ও আইএসএফের প্রার্থীরা ডায়মন্ড হারবার ১ নং ব্লকে মনোনয়নপত্র জমা করতে আসেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি কর‍তে চাইছে রাজ্যের শাসকদল।

advertisement

আরও পড়ুন: বাড়ি ফাঁকা, নাবালিকার ঘরে ঢুকল প্রতিবেশী! এরপরের ঘটনায় শিউড়ে উঠছে সকলে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভোটের দিন ঘোষণা হতেই নিরাপত্তার দাবি জানাল ভোট কর্মীরা। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকেই শিক্ষক থেকে সরকারি কর্মীদের আশঙ্কা ভোটে আবার অশান্তি হতে পারে। তাই নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য নির্বাচন কমিশন। অভিযোগ গত নির্বাচনে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়কে প্রাণ হারাতে হয়েছে। তাই গত পঞ্চায়েত নির্বাচনের ভোটের পুনরাবৃত্তি যাতে না হয় তারি দাবিতে এবার পথে নামবে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই তৎপর জেলা প্রশাসন। গতকাল রাতেই জরুরি বৈঠক হয় জেলা প্রশাসনের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: পঞ্চায়েত ঘোষণা হতেই নন্দীগ্রামে এ কী কাণ্ড! বিস্ফোরক অভিযোগ বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল