Bangla News: বাড়ি ফাঁকা, নাবালিকার ঘরে ঢুকল প্রতিবেশী! এরপরের ঘটনায় শিউড়ে উঠছে সকলে

Last Updated:

Bangla News: নাবালিকার বাবা এবং মা বাড়িতে আসলে তাঁদেরকে ধর্ষণের বিষয়টি খুলে বলে মেয়েটি।

মাথাভাঙ্গায় এ কী কাণ্ড!
মাথাভাঙ্গায় এ কী কাণ্ড!
মাথাভাঙা: বাড়িতে বাবা এবং মা না থাকার সুযোগ নিয়ে পাট ক্ষেতের মধ্যে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। বাড়িতে কেউ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি এই কয়েকদিন। তারপর নাবালিকার বাবা এবং মা বাড়িতে আসলে তাঁদেরকে ধর্ষণের বিষয়টি খুলে বলে মেয়েটি।
তখনই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের কেদারহাট এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাথাভাঙা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান নাবালিকার পরিবারের মানুষেরা।
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “গত মঙ্গলবার নাবালিকার বাবা এবং মা তাঁদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই দিন ছাগল নিয়ে পাট ক্ষেতে যায় নাবালিকা মেয়েটি। ঠিক তখনই পাট ক্ষেতের মধ্যে নাবালিকাকে একা পেয়ে মুখ চেপে ধর্ষণ করে ত্রিশ বছরের বিবাহিত ওই প্রতিবেশী ব্যক্তি। বাড়িতে কেউ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি এই কয়েকদিন। তারপর নাবালিকার বাবা এবং মা বাড়িতে আসলে তাদেরকে ধর্ষণের বিষয়টি খুলে বলে মেয়েটি। তখনই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। এবং লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় নয়ারহাট ক্যাম্পের পুলিশের হাতে।
advertisement
মাথাভাঙা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গ্রেফতার করেছে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। তবে উত্তেজিত এলাকার মানুষেরা অভিযুক্তকে আটকে রেখে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন। এই ধর্ষণের বিষয় নিয়ে ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত সাক্ষ্য প্রমাণের সাথে অভিযুক্ত ওই ব্যক্তিকে দ্রুত আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।”
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: বাড়ি ফাঁকা, নাবালিকার ঘরে ঢুকল প্রতিবেশী! এরপরের ঘটনায় শিউড়ে উঠছে সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement