জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নামা নন্দীগ্রামের মানুষের উপর অত্যাচার, চরম নিগ্রহে প্রাণ হারানোদের স্মরণ করতেই এই আয়োজন। জানা গিয়েছে, তৃণমূলের সকালের আয়োজনে থাকছেন কুণাল ঘোষ, তাপস রায়, তন্ময় ঘোষরা। অন্যদিকে বিকেলের কর্মসূচি হবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।
আরও পড়ুন: গরু, কয়লা পাচারের বীরভূমে এ কোন নতুন চক্র! প্রতারণা দেখে চমকে উঠছে পুলিশও
advertisement
উল্লেখ্য, আজ থেকে দেড় দশক আগে আজকের দিনেই নন্দীগ্রামে জমি আন্দোলনে নেমে আন্দোলনকারীদের মৃত্যু, আহত এবং নিঁখোজ হওয়ার ঘটনা ঘটেছিল। আর আজকের দিনেই সিপিএম নেতা বিমান বসুর সেই বহু চর্চিত উক্তি 'নন্দীগ্রামের নতুন সূর্যোদয়' শোরগোল ফেলেছিল।
আরও পড়ুন: নজরে প্রশাসনিক বৈঠক, বৃহস্পতিবার বড় কোনও ঘোষণা মুখ্যমন্ত্রীর? জোর জল্পনা
দু'বছর আগে শুভেন্দু অধিকারী দল ছাড়ার আগে পর্যন্ত আজকের দিনে একটাই স্মরণ সভা আয়োজিত হয়ে এসেছে। কিন্তু শুভেন্দুর তৃণমূল ছাড়ার পর থেকে এভাবেই পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এদিকে, একই দিনে একই উপলক্ষ্যে এক জায়গায় দুপক্ষের দুটি কর্মসূচি আয়োজন ঘিরে নন্দীগ্রাম জুড়েই তৎপরতা শুরু হয়েছে।