নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়াতে ধান চাষের জমিতে ধান কাটতে গিয়ে মাথার খুলি দেখতে পান কৃষকরা।
কিছু দূরে কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। এরপরে গোটা এলাকায় চাঞ্চল ও ছড়িয়ে পড়ে। কি করে ধান জবির মধ্যে এই কঙ্কাল এলো তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। কঙ্কাল উদ্ধারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নন্দীগ্রাম থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: পাহাড়ের খাঁজে ওটা কী প্রাণী? চেনে না কেউ, হার মানল বন দফতরও! তাহলে কি…
বিরুলিয়া এলাকার স্থানীয় বাসিন্দা খোকন করের দাবি, গত ২৬ অক্টোবর থেকে তাঁর বাবা অনিল কর নিখোঁজ ছিলেন। নন্দীগ্রাম থানায় তিনি ডায়েরিও করেছিলেন।
আরও পড়ুন: রাজ্যের আপিল খারিজ, ধর্মতলায় সভা করবে বিজেপি! নির্দেশ প্রধান বিচারপতির
কঙ্কালের পাশে পড়ে থাকা চাদর ও লুঙ্গি তাঁর বাবার বলে তিনি শনাক্ত করেছেন। কী করে এই ধান জমির মধ্যে বৃদ্ধর কঙ্কাল পাওয়া গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।