Bjp Rally in Kolkata: রাজ্যের আপিল খারিজ, ধর্মতলায় সভা করবে বিজেপি! নির্দেশ প্রধান বিচারপতির

Last Updated:

Bjp Rally in Kolkata: সোমবার ২৯ নভেম্বর বিজেপির শাহি সভার শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

সভার অনুমতি পেল বিজেপি
সভার অনুমতি পেল বিজেপি
কলকাতা: রাজ্যের আপিল খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিজেপির সভার অনুমতি ডিভিশন বেঞ্চের। একক বেঞ্চের নির্দেশ মেনেই হবে সভা। একক বেঞ্চের নির্দেশ মতো বিধিনিষেধ মেনে হবে সভা। নির্দেশে জানাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
‘অহেতুক সভার অনুমতি নিয়ে বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য। রাজনৈতিক রং চড়ানোর সুযোগ করে দিচ্ছে। পরোক্ষে সভাকে জনপ্রিয় করা হচ্ছে। ১০০০০ জমায়েত কথা থাকলে, পুলিশের এমন পদক্ষেপে ১ লক্ষ জমায়েত হয়ে যাবে মনে হচ্ছে। সকলের সমান অধিকার রয়েছে। ২৭ জুলাই পর্যন্ত সমস্ত সভা শহরে নিষিদ্ধ ঘোষণা করলে রাজ্যের আপিল মামলার আবেদন বিবেচনা করবে আদালত।’, মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম-এর।
advertisement
advertisement
সোমবার ২৯ নভেম্বর বিজেপির শাহি সভার শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। শর্ত বা বিধিনিষেধ কী হবে তা রাজ্যকে অবস্থান আকারে জানাতে বলে ২২ নভেম্বর। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ক্ষুব্ধ হয় রাজ্য। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে রাজ্য। সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
advertisement
আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় সভার আয়োজন করছে বঙ্গ–বিজেপি। এখানে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু আইনি জট অব্যহত ছিল। সিঙ্গল বেঞ্চ বিজেপিকে সভা করার অনুমতি দিলেও তাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। প্রথমে সেই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৮ নভেম্বর। আর তাকে ঘিরেই বিজেপির সভায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই অবস্থায় শুনানির দিনক্ষণ এগিয়ে আনা হয়। সেই মামলার শুনানিতেই এবার সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Rally in Kolkata: রাজ্যের আপিল খারিজ, ধর্মতলায় সভা করবে বিজেপি! নির্দেশ প্রধান বিচারপতির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement