Animal: পাহাড়ের খাঁজে ওটা কী প্রাণী? চেনে না কেউ, হার মানল বন দফতরও! তাহলে কি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Animal: প্রাণীটি চার পেয়ে। গায়ের রং কালো। কিন্তু প্রাণীটি বিড়াল নাকি জাগুয়ার, তা বোঝা অত্যন্ত মুশকিল।
কলকাতা: পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘর। চারিদিক রুক্ষ। পাহাড়ের লালচে পরিবেশে গাছপালা যে খুব একটা আছে তেমনও নয়। বরং নেড়া পাহাড় বলতে যা বোঝায়, ঠিক যেন তাই। সেখানেই ক্যামেরা নিয়ে ছবি তুলছিলেন এক ব্যক্তি।
তাঁরই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি প্রাণী। কিন্তু কিছুতেই প্রাণীটিকে যেন চেনাই যাচ্ছে না। শত চেষ্টাতেও বোঝার উপায় নেই, প্রাণীটি ঠিক কী! সেই কারণেই সেই প্রাণীর ছবি তুলে ফেলেন ওই ফটোগ্রাফার। তারপর সেই ছবি ইউটিউবে প্রকাশ করেন।
advertisement
advertisement
প্রাণিটি চার পেয়ে। গায়ের রং কালো। কিন্তু প্রাণীটি বিড়াল নাকি জাগুয়ার, তা বোঝা অত্যন্ত মুশকিল। প্রাণীটি কী, তা জানার জন্য সেই ছবি বন দফতরের কাছেও পৌঁছয়। সকলেই ভেবেছিলেন, বন দফতরের কর্মী আধিকারিকদের অভিজ্ঞ চোখে ঠিকই বোঝা যাবে, প্রাণীটি আসলে কী। কিন্তু অদ্ভুত বিষয় হল, বন দফতরও চিনে উঠতে পারেনি প্রাণীটিকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অনেকেই সেটিকে বড় বেড়াল বললেও বন দফতর তা মানতে নারাজ। ওটা আর যাই হোক বেড়াল নয়। তাহলে কী! জাগুয়ার নয়, মাউন্টেন লায়ন নয়, ববক্যাটও নয়। তাহলে কী প্রাণী, সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছে সকলে। তবে, অনেকেই মনে করছে, এই প্রাণীটি দক্ষিণ আমেরিকা থেকে এসে থাকতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 10:18 AM IST