পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন গাড়ি চালক থেকে আরোহীরা। পুলিশ সূত্রে জানা যায়, হলদিয়ার দিক থেকে নিমতৌড়ির দিকে আসা একটি মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার ওপর ছিটকে পড়ে থাকতে দেখা যায়, বাইক চালক ও আরোহীকে। প্রসঙ্গত বাইক চালক এবং আরোহীর মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ঘটনাস্থলেই মারা যায় দু’জনেই।
advertisement
আরও পড়ুন : চাকরির জন্য দিয়েছিলেন ৭ লক্ষ, তারপর মাথা ঠুকছিলেন যুবক! পুরো ঘটনা জানলে শিউড়ে উঠবেন
পুলিশ সূত্রে খবর, দুজনেই ময়না থানার ইজমালিচকের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সকাল একটি দ্রুতগতিতে হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান বাইক চালক ও আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রই নন্দকুমার থানায় খবর দেন। নন্দকুমার থানা জাতীয় সড়কের উপর থেকে দুজনের দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।
আরও পড়ুন : শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড পেয়েছেন বাংলাদেশি! ফাঁস হতেই তোলপাড় দেগঙ্গা
এদিনের এই দুর্ঘটনায় ময়না থানার অন্তর্গত ইজমালিচক গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বর্মন (২৪) এবং ওই গ্রামের তৃন্ময় বর্মন (২৬) মৃত্যু হয়েছে। ব্যবসা সংক্রান্ত কাজে তাঁরা হলদিয়ার দিকে গিয়েছিলেন। ফিরে আসার পথে এই দুর্ঘটনা। নন্দকুমার থানার পুলিশ সূত্রে গিয়েছে, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে বা কোন গাড়ি বা লরি মেরেছে সেই সম্বন্ধে কোনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুই ব্যক্তি হলদিয়া দিক থেকে আসছিলেন। পুলিশের অনুমান বড় ট্রাক বা ওই জাতীয় ভারি গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। এদিনের এই পথ দুর্ঘটনায় দুটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায়, ময়নার ইজমালিচক গ্রামে নেমেছে শোকের ছায়া।