বিশাল ওই ট্রলারের একজন কর্মী ছিলেন। ওই ট্রলারে ওঠার জন্য তিনি নামখানার খেয়াঘাটে এসেছিলেন। সেই সময় খেয়া ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে তিনি ও অন্য এক মৎস্যজীবী ট্রলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন। কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। সেই স্রোতে তিনি তলিয়ে যান। অপর মৎস্যজীবী সাঁতার কেটে ট্রলারে উঠে পড়েন।
advertisement
আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, এখনও খোঁজ মিলছে না ২ জনের! কোনওক্রমে প্রাণ রক্ষা ১৬ মৎস্যজীবীর
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর ওই মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার তার দেহ নদীতে ভেসে উঠলে মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর খবর দেওয়া হয়েছে নেপালে ওই ব্যক্তির পরিবারে। ওই ব্যক্তি নেপাল ছেড়ে এখানে কেন কাজে এলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমস্ত কিছু খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে। মৎস্যজীবী সংগঠনের সূত্রে সমস্ত কিছু প্রশাসনকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ওই মৎস্যজীবী এখানে ছিলেন কেন তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন এলে তাঁদেরকেও বিষয়টি জানানো হবে। এরপর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।