TRENDING:

নেপাল থেকে এসেছিলেন মাছ ধরতে, কিন্তু পরিণতি হল মর্মান্তিক! না বুঝে নদীতে নেমে বিপত্তি, পরে ভেসে উঠল দেহ

Last Updated:

Fisherman Death : নেপাল থেকে মাছ ধরতে এসে নামখানায় ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ওই ব্যক্তির নাম বিশাল তিমসিনা। বাড়ি নেপালের টিচরামে‌। এখানে মৎস্যজীবীর কাজ করতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নেপাল থেকে মাছ ধরতে এসে নামখানায় ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ওই ব্যক্তির নাম বিশাল তিমসিনা(৩০)। বাড়ি নেপালের টিচরামে‌। ওই ব্যক্তি নেপাল থেকে এখানে এসে মৎস্যজীবীর কাজ করতেন। জানা গিয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর মাঝখানে এফ-বি ভদ্রকালী নামক ট্রলারটি দাঁড়িয়েছিল।
এই ট্রলারের পাশে ভেসে ওঠে দেহ
এই ট্রলারের পাশে ভেসে ওঠে দেহ
advertisement

বিশাল ওই ট্রলারের একজন কর্মী ছিলেন। ওই ট্রলারে ওঠার জন্য তিনি নামখানার খেয়াঘাটে এসেছিলেন। সেই সময় খেয়া ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে তিনি ও অন্য এক মৎস্যজীবী ট্রলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন। কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। সেই স্রোতে তিনি তলিয়ে যান। অপর মৎস্যজীবী সাঁতার কেটে ট্রলারে উঠে পড়েন।

advertisement

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, এখনও খোঁজ মিলছে না ২ জনের! কোনওক্রমে প্রাণ রক্ষা ১৬ মৎস্যজীবীর

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর ওই মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার তার দেহ নদীতে ভেসে উঠলে মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর খবর দেওয়া হয়েছে নেপালে ওই ব্যক্তির পরিবারে। ওই ব্যক্তি নেপাল ছেড়ে এখানে কেন কাজে এলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সতীর ৫১ পীঠের অন্যতম কীরিটেশ্বরী মন্দিরে জমজমাট পুজো, উপচে পড়ে ভক্তদের ভিড়
আরও দেখুন

সমস্ত কিছু খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে। মৎস্যজীবী সংগঠনের সূত্রে সমস্ত কিছু প্রশাসনকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে ওই মৎস্যজীবী এখানে ছিলেন কেন তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন এলে তাঁদেরকেও বিষয়টি জানানো হবে। এরপর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নেপাল থেকে এসেছিলেন মাছ ধরতে, কিন্তু পরিণতি হল মর্মান্তিক! না বুঝে নদীতে নেমে বিপত্তি, পরে ভেসে উঠল দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল