মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, এখনও খোঁজ মিলছে না ২ জনের! কোনওক্রমে প্রাণ রক্ষা ১৬ মৎস্যজীবীর, চলছে তল্লাশি

Last Updated:

Fisherman Missing : বকখালির কাছে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ১৬ জন মৎস্যজীবী। এখনও খোঁজ মিলছেনা ২ জনের‌। ওই ২ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন ও মৎস্যজীবীরা।

ট্রলার
ট্রলার
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বকখালির কাছে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হয়েছে ১৬ জন মৎস্যজীবী। এখনও খোঁজ মিলছেনা ২ জনের‌। ওই ২ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন ও অন্যান্য মৎস্যজীবীরা। পুলিশ সূত্রে খবর গতকাল মঙ্গলবার ২৩ জন মৎস্যজীবীকে নিয়ে হরিপুর লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ৩টি ট্রলার রওনা হয়।
রাতেই তাঁরা পৌঁছে যান বকখালির কাছেই সৈকত থেকে ৩৫ কিলোমিটার দূরের বঙ্গোপসাগরের মধ্যে একটি জায়গায়। তবে জায়গাটি অগভীর ছিল বলেই খবর। সেখানে ভাটার সময় খুঁটি পুঁতে জাল দিয়ে মাছ ধরার মত কাজ করেন কিছু মৎস্যজীবী। তবে জোয়ার আসলে সেই বিষয়টি বোঝা যায়না। জলও থাকে বেশি। এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে মঙ্গল চণ্ডী নামের একটি মাছ ধরার ট্রলার।
advertisement
advertisement
পরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। এরপর ১৬ জন মৎস্যজীবী অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত ২ জন মৎস্যজীবী কমল জানা, দেবনাথ করকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। উপকূলে আনলে ট্রলারের খোলের মধ্যে তাঁরা চাপা পড়েছেন কিনা দেখা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিখোঁজ দুজনেই ফ্রেজারগঞ্জ উপকূলীয় থানার দেবনিবাসের বাসিন্দা। যে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে, তাঁদের এনে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের লোকজন উৎকন্ঠায় সময় কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, এখনও খোঁজ মিলছে না ২ জনের! কোনওক্রমে প্রাণ রক্ষা ১৬ মৎস্যজীবীর, চলছে তল্লাশি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement