TRENDING:

Bird's Lover : ফলোয়ার রয়েছে পাকিস্তান, বাংলাদেশে! নামখানায় নিজেই গড়ছেন পাখির বিশাল সাম্রাজ্য, দেখলে মন ভরে যাবে

Last Updated:

Bird's Lover : সমাজ মাধ্যমে পক্ষী পরামর্শদাতা হিসেবে জনপ্রিয় দীপঙ্কর নন্দী নামখানায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন পাখিদের বিশাল সাম্রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : পাখির সাম্রাজ্যে হারিয়ে যাওয়ার দিশা দেখাচ্ছে ‘প্যারট দীপঙ্কর’। দীপঙ্করের আসল নাম দীপঙ্কর দিন্দা। তিনি নিজে পক্ষী প্রেমী। পাখিদের জন্য তিনি খুলেছেন বিশাল একটি ঘর। সোস্যাল মিডিয়ায় তিনি পোষ্য পাখিদের রক্ষণাবেক্ষণ, চিকিৎসা, খাবার সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।
advertisement

ভারতের বিভিন্ন রাজ্য সহ ভারতীয় উপমহাদেশের পাকিস্তান বাংলাদেশ ছাড়াও ইউকে, আমেরিকাতেও তাঁর ইউটিউব খুবই জনপ্রিয়। এই মুহূর্তে গোটা বিশ্বের পক্ষী প্রেমীদের কাছে জনপ্রিয় ব্যক্তি প্যারট দীপঙ্কর। একদা আইনের ছাত্র দীপঙ্কর আজ পক্ষী প্রেমী। তিনি ভারতীয় বন্যপ্রাণ আইন সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তিনি দেখেছেন, বন্যপ্রাণ আইনে বিশেষ প্রজাতির পাখি ছাড়া অন্য পাখি রাখলে সেটা অপরাধ নয়।

advertisement

আরও পড়ুন : আগে চিকিৎসা মিলত মাত্র দু-এক পয়সায়! আধুনিক লাটাগুড়িতে হোমিওপ্যাথি ক্লিনিক যেন জীবন্ত ইতিহাস

তাতেই সাহস পেয়ে তিনি ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে পাখি সংক্রান্ত কোনও চিকিৎসা থেকে, পাখির খাবারের পরামর্শ দেন। বর্তমানে নামখানার হরিপুরে প্রায় ৩০০ ফুট লম্বা ১০০ ফুট চওড়া বিশাল পাখিদের জন্য ঘর বানানো হয়েছে। এখানে এসে যে কেউ পাখিদের রাজ্যে হারিয়ে যেতে পারে। ভবিষ্যতে এখানেই পাখিদের জন্য তৈরি হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, আসবে বিদেশী পাখিও।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আইনের ছাত্র থেকে পক্ষী বিশারদ, নামখানায় পাখির বিশাল সাম্রাজ্য দেখলে মন ভরে যাবে
আরও দেখুন

এখানে পাখি দেখভালের জন্য কিছু লোকজনও রেখেছেন তিনি। তাঁরা সর্বক্ষণ এই পাখিগুলিকে পরিচর্যা করে। পাখি পাগল এই প্যারট দীপঙ্করের পাখির সাম্রাজ্য দেখতে ঘুরে আসতেই পারেন এখান থেকে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে পাখিদের বিভিন্ন সমস্যা হলে তাঁর কাছে ফোন আসে। তিনি নিজেও পাখি নিয়ে চর্চা করে এখন প্রকৃত পক্ষীপ্রেমী হয়ে উঠেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bird's Lover : ফলোয়ার রয়েছে পাকিস্তান, বাংলাদেশে! নামখানায় নিজেই গড়ছেন পাখির বিশাল সাম্রাজ্য, দেখলে মন ভরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল