ভারতের বিভিন্ন রাজ্য সহ ভারতীয় উপমহাদেশের পাকিস্তান বাংলাদেশ ছাড়াও ইউকে, আমেরিকাতেও তাঁর ইউটিউব খুবই জনপ্রিয়। এই মুহূর্তে গোটা বিশ্বের পক্ষী প্রেমীদের কাছে জনপ্রিয় ব্যক্তি প্যারট দীপঙ্কর। একদা আইনের ছাত্র দীপঙ্কর আজ পক্ষী প্রেমী। তিনি ভারতীয় বন্যপ্রাণ আইন সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তিনি দেখেছেন, বন্যপ্রাণ আইনে বিশেষ প্রজাতির পাখি ছাড়া অন্য পাখি রাখলে সেটা অপরাধ নয়।
advertisement
আরও পড়ুন : আগে চিকিৎসা মিলত মাত্র দু-এক পয়সায়! আধুনিক লাটাগুড়িতে হোমিওপ্যাথি ক্লিনিক যেন জীবন্ত ইতিহাস
তাতেই সাহস পেয়ে তিনি ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে পাখি সংক্রান্ত কোনও চিকিৎসা থেকে, পাখির খাবারের পরামর্শ দেন। বর্তমানে নামখানার হরিপুরে প্রায় ৩০০ ফুট লম্বা ১০০ ফুট চওড়া বিশাল পাখিদের জন্য ঘর বানানো হয়েছে। এখানে এসে যে কেউ পাখিদের রাজ্যে হারিয়ে যেতে পারে। ভবিষ্যতে এখানেই পাখিদের জন্য তৈরি হবে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, আসবে বিদেশী পাখিও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে পাখি দেখভালের জন্য কিছু লোকজনও রেখেছেন তিনি। তাঁরা সর্বক্ষণ এই পাখিগুলিকে পরিচর্যা করে। পাখি পাগল এই প্যারট দীপঙ্করের পাখির সাম্রাজ্য দেখতে ঘুরে আসতেই পারেন এখান থেকে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে পাখিদের বিভিন্ন সমস্যা হলে তাঁর কাছে ফোন আসে। তিনি নিজেও পাখি নিয়ে চর্চা করে এখন প্রকৃত পক্ষীপ্রেমী হয়ে উঠেছেন।





