প্রধান ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলা এই কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক এলাকাবাসী। আদিবাসী নৃত্য সহ বিভিন্ন আতিথেয়তায় গ্রামে কার্যত উৎসবের চেহারা নেয়।
আরও পড়ুনঃ দীপাবলির বাজারে দারুণ ডিম্যান্ড! ঘরে বসে ‘এই’ জিনিস বানিয়েই আয়ের সুযোগ, দিশা দেখাচ্ছেন দৃষ্টিহীনরা
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, ভাগীরথী পার হয়ে মানিকনগর গ্রামে যেতে হয়। জনপ্রতিনিধিদের উপর এখানকার মানুষের একটা চাপা অভিমান ছিল। তাই বিধায়ক হওয়ার পর থেকে ভাল কিছু করার সময় শান্তিপুর বিধানসভার বুথ নম্বর শুরু হওয়া মানিকনগরের কথাই প্রথম মনে পড়ে। স্বাস্থ্যকেন্দ্র, স্টেডিয়াম, রাস্তা, তহবিল এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতায় মানিকনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক বিভাগ থেকে যেটুকু জানা গিয়েছে, তাতে ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা তৈরি হয়। এই রাস্তায় সেটাই ব্যবহার হচ্ছে। একদিকে পরিবেশের দূষণ রক্ষা ও অন্যদিকে উন্নত প্রযুক্তি পেয়ে এলাকাবাসীরা খুশি।