একজন জনপ্রতিনিধির বাড়িতে নিত্যনৈমিত্তিক সরকারি লোকজন সহ, রাজনৈতিক নেতা, এলাকার মানুষজন সকলকেই বর্ষার সময় কাদা ভেঙে পৌঁছাতে হত তার বাড়িতে। এ বিষয়ে তিনিও বেশ কয়েকবার সোচ্চার হয়েছিলেন সামাজিক মাধ্যমে, এলাকার মানুষজনও প্রতিবাদ জানিয়েছিলেন সংবাদমাধ্যমে তবে রাস্তা নিয়ে শাসকবিরোধী রাজনীতি ছিল তুঙ্গে।
advertisement
তবে এবার বিধায়কের উদ্যোগে নদিয়া জেলা পরিষদের তৎপরতায় এবার সেই শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আড়পাড়া পর্যন্ত জীর্ণ রাস্তা সংস্কারে মোটা অর্থ বরাদ্দ করল রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আগামী ছ’মাসের মধ্যেই রাস্তা কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর। শান্তিপুর ব্লকের মধ্যে দিয়ে দিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘদিন সেই জাতীয় সড়ক সংলগ্ন গলায় দড়ি বটতলা থেকে আড়পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বেহাল ছিল দীর্ঘদিন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও সাংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে বিস্তারিত না জানালেও রাস্তা হচ্ছে সেটা জানিয়েছেন। অন্যদিকে পূর্বের ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল প্রসঙ্গে বর্তমানে পূর্ত দফতরে অধীনে থাকা ওই রাস্তা মেরামতির দায় পিডব্লিউডির উপরে চাপিয়েছেন। জানা গেছে এই রাস্তাটি বিধায়কের আবেদনের ভিত্তিতে সম্প্রতি ওই রাস্তা সংস্কারে ১ কোটি ৬৭ লক্ষ ২২৩ টাকা বরাদ্দ করে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামোন্নয়ন দফতর। ইতিমধ্যেই তার টেন্ডার হয়ে গিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে গলায়দড়ি বটতলা থেকে দ্বারকানাথ হাই স্কুল হয়ে আড়পাড়া পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে।
Mainak Debnath