Nadia News: দায়িত্ববান নাগরিক কাকে বলে! প্রমাণ করে মিলল পুলিশের থেকে পুরস্কার! ৩ লোকাল হিরোকে স্যালুট জানাচ্ছে নদিয়া

Last Updated:

Nadia News: সমাজের কাছে দৃষ্টান্ত তৈরি করলেন নদিয়ার ৩ যুবক। যে ৩ যুবক সময়ে দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে পৌঁছে পুলিশের থেকে পেলেন পুরস্কার।

+
পুরস্কারপ্রাপ্ত

পুরস্কারপ্রাপ্ত ৩ লোকাল হিরো

নদিয়া: পথ দুর্ঘটনায় উদ্ধার কাজে সাহসিকতা, শান্তিপুর থানায় সংবর্ধিত তিন নাগরিক। সম্প্রতি শান্তিপুরের বেলেডাঙ্গা মোড়ে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় মানুষের দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনজন সাধারণ নাগরিক। একটি ছোট হাতি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী। সেই সংকটময় মুহূর্তে উপস্থিত থেকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় তিন যুবক — সুদীপ কুমার মাঝি, বিশ্বজিৎ বিশ্বাস ও অশোক দেবনাথ।
তারা আহত বাইক আরোহীকে দ্রুত নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং পাশাপাশি দুর্ঘটনাকবলিত ছোট হাতি গাড়ির চালককে নিরাপত্তা সহ পুলিশের হাতে তুলে দেন, যাতে উত্তেজিত জনতা আইন নিজের হাতে না তুলে নেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
advertisement
এই মানবিক ও সাহসিকতার ভূমিকাকে স্বীকৃতি জানাতে এদিন শান্তিপুর থানায় তাঁদের হাতে স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন শান্তিপুর থানার সিআই তথা ওসি কাজল ব্যানার্জি এবং ট্রাফিক ওসি দীপক শিকদার। রানাঘাট পুলিশ জেলার এসপি আশীষ মৌর্য এই ঘটনাকে ‘একজন দায়িত্ববান নাগরিকের পরিচয়’ বলে উল্লেখ করেন। সংবর্ধনা পেয়ে তিনজনই অত্যন্ত আনন্দিত এবং তারা জানিয়েছেন, আগামী দিনেও রাস্তায় কোন দুর্ঘটনা ঘটলে তারা একইভাবে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।
advertisement
এই ঘটনা আমাদের সকলকে পথ দেখায়— শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও হতে পারে সামাজিক দায়িত্বের এক সাহসী মুখ। তাছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যেকোনো দুর্ঘটনস্থলে প্রশাসনের সহযোগিতা করার জন্য মানুষ এগিয়ে আসতেই পারে, একদিকে মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়ে গেছে যে দুর্ঘটনগ্রস্ত মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে আইনি সমস্যায় জড়িয়ে যেতে হয় এ ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে না থাকাটাই দরকার তাই প্রতিটা মানুষকে জানানহচ্ছে আপনারা দুর্ঘটনা এলাকার থেকে আহত ব্যক্তিদের নিশ্চিন্তায় নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যেতে পারেন।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: দায়িত্ববান নাগরিক কাকে বলে! প্রমাণ করে মিলল পুলিশের থেকে পুরস্কার! ৩ লোকাল হিরোকে স্যালুট জানাচ্ছে নদিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement