Women For Trees: গাছেদের জন্য নারী! অভিনব উদ্যোগ শান্তিপুর পৌরসভার, জেনে নিন কি কি হতে চলেছে এই কর্মসূচিতে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Women For Trees: সবুজায়নের এক অভিনব উদ্যোগ 'গাছের জন্য নারী' শীর্ষক কর্মসূচির মাধ্যমে শান্তিপুর পৌরসভায় এদিন বৃক্ষরোপণের প্রস্তুতি গ্রহণ করা হয়।
নদিয়া: সবুজায়নের এক অভিনব উদ্যোগ ‘গাছের জন্য নারী’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে শান্তিপুর পৌরসভায় এদিন বৃক্ষরোপণের প্রস্তুতি গ্রহণ করা হয়। আশ্রুত-মিত্র সংস্থার পক্ষ থেকে সংগঠিত এই কর্মসূচিতে নারীদের নেতৃত্বে গড়ে উঠবে পরিবেশ রক্ষার এক নতুন দৃষ্টান্ত।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়ার শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সাহা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস সহ পৌরসভার একাধিক সদস্য। তারা শান্তিপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের সম্ভাব্য স্থানগুলি নির্বাচন করেন।
advertisement
advertisement
চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, শান্তিপুর পৌরসভায় মোট পাঁচটি জায়গায় এই সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। নারীদের সক্রিয় অংশগ্রহণে গাছ লাগানো ও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে আশ্রুত মহিলাদের ওপর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথঘাটের পরিকাঠামো ও স্থান নির্বাচন পরিদর্শনের মাধ্যমে কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার এই উদ্যোগ শুধু শহরের পরিবেশ উন্নত করবেই না, পাশাপাশি মহিলাদের সক্রিয় সামাজিক ভূমিকারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয়।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 3:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Women For Trees: গাছেদের জন্য নারী! অভিনব উদ্যোগ শান্তিপুর পৌরসভার, জেনে নিন কি কি হতে চলেছে এই কর্মসূচিতে