রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে শহরে প্রবেশের মূল পথগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রাক্তন ৩৪ নম্বর জাতীয় সড়ক-সহ শহরের প্রধান সড়কগুলোতে ভারী যানবাহন ও মাল পরিবহনের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদিও বৃহস্পতিবার “নো এন্ট্রি” কার্যকর না থাকলেও বিকেলের পর থেকে দর্শনার্থীর ভিড়ে চারচাকা, অটো ও টোটো চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: শান্তিনিকেতনেই রয়েছে কবিগুরুর ‘প্রতিবেশিনী’ নদী! অধিকাংশ পর্যটকরা ঘুরে দেখলেও জানেন না ইতিবৃত্ত
আজ অর্থাৎ শুক্রবার শোভাযাত্রা উপলক্ষে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও গোবিন্দপুর, ঘোড়ালিয়া, গুপ্তিপাড়া ও কালনাঘাট জলপথের প্রবেশপথে বিশেষ নজরদারি চলছে যাতে কোনও ভারী যানবাহন শহরের মূল শোভাযাত্রার পথে প্রবেশ না করতে পারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডিএসপি (ট্রাফিক) রানাঘাট সঞ্জয় কুমার জানিয়েছেন, তাহেরপুর-সহ আশপাশের এলাকাগুলিতেও সিগন্যালিং ও ট্রাফিক কন্ট্রোল জোরদার করা হয়েছে। জাতীয় সড়কে যানজট এড়াতে শান্তিপুর ট্রাফিক পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।






