ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির নদিয়ার শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টরের। নিজের কর্তব্য পালনের ফাঁকে তিনি নিয়মিত তিন বেলা করে খাওয়াচ্ছেন একাধিক পথকুকুরকে। শুধুই ডিউটি নয়, তাঁর এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষের। জানা যায়, এই সাব-ইন্সপেক্টর রোজ সকালে, দুপুরে ও রাতে নিজের হাতে খাবার এনে খাওয়ান ছয়-সাতটি কুকুরকে। খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনও বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোন কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়—তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও।
advertisement
এই কাজে সাহায্য করছেন তাঁর কিছু সহকর্মীও। স্থানীয় বাসিন্দারা বলছেন, “পুলিশ মানেই শুধু নিরাপত্তা নয়, মানবিক মুখও রয়েছে। এই সাব-ইন্সপেক্টর তার উদাহরণ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন একটি নিঃশব্দ, স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইনরক্ষা নয়, মানবিকতার উদাহরণ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক। এই অভ্যাস শুরু শান্তিপুর থানায় কর্তব্যরত হয়ে এসে শুরু হয়েছে এমন নয়, এর আগেও তিনি তিনটি থানার সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন সব জায়গায় থানা এলাকার কুকুর এবং সেই এলাকার বিভিন্ন জায়গায় কুকুরদের নিয়মিত খাওয়ানোর কথাও জানা গেছে।
Mainak Debnath