সাধারণ মানুষের দাবি এবং তাদের সুবিধার্থে এবার নদিয়ার শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যৌথভাবে উদ্যোগ নিয়ে এই রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ শুরু করেন। প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম পেপার ব্লকের রাস্তা তৈরি হয়েছে আর তাতেই এখন সাধারণ মানুষ যথেষ্টই খুশি।
আরও পড়ুন: মিড ডে মিল পাবে পথকুকুররা! রাজ্যের নির্দেশিকার পরই এবার নয়া দাবি পশু বিশেষজ্ঞদের
advertisement
সাধারণ মানুষ জানাচ্ছেন, যা রাস্তা খারাপ ছিল তার থেকে শতগুণে ভাল রাস্তা হয়েছে। অপরদিকে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন, বিধায়ক এবং পৌরপতি যৌথ উদ্যোগ নিয়ে এই রাস্তা তৈরি করাতে এখন যথেষ্ট খুশি সাধারণ মানুষ। বিধায়ক এবং পৌরপিতাকে এ বিষয়ে ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি। অপরদিকে স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী এবং এলাকার টোটো চালকরাও রাস্তা সম্প্রসারণ হওয়াতে যথেষ্টই খুশি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন হোক সেক্ষেত্রে মানুষের দাবি মেনে পিডব্লুডির সঙ্গে আলোচনা করে চার কোটি টাকা ব্যয় করে এই রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে এবং শান্তিপুরের সর্বপ্রথম পেপার ব্লক দিয়ে রাস্তা করা হয়েছে। এতে করে রাস্তার টেকসই হবে বেশি এবং যেহেতু বন্যা কবলিত এলাকা তাতে রাস্তা ক্ষতিও কম হবে। তবে দীর্ঘদিনের দুর্ভোগ দশা থেকে মুক্তি পেয়ে এখন খুশির হাসি এলাকাবাসীর মুখে।
Mainak Debnath