TRENDING:

Nadia News: এবার স্যাট করে হবে যাতায়াত! ৪ কোটি টাকায় প্রথম পেপার ব্লকের রাস্তা, মান্ধাতার আমলের সমস্যা দূর হতেই মুখে হাসি শান্তিপুরবাসীর

Last Updated:

Nadia News: প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম হল সুদীর্ঘ পেপার ব্লকের রাস্তা। সাধারণ মানুষ জানাচ্ছেন যত রাস্তা খারাপ ছিল তার থেকে শতগুনে ভাল রাস্তা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম হল সুদীর্ঘ পেপার ব্লকের রাস্তা। বিগত বেশ কয়েক বছর যাবৎ নদিয়ার শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন শান্তিপুর কালিতলা থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা ছিল। ভাগীরথী পেরিয়ে হুগলি জেলার মাধ্যমে অন্যান্য জেলার যোগাযোগ সমন্বয়কারী এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন মানুষজন যাতায়াত করেন ঠিক তেমনই মালপত্র পারাপার হয়। বর্ষা এলে রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হত। দীর্ঘদিন এলাকাবাসীর দাবি ছিল একটি উন্নত রাস্তা এই জায়গায় করা হোক।
advertisement

সাধারণ মানুষের দাবি এবং তাদের সুবিধার্থে এবার নদিয়ার শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যৌথভাবে উদ্যোগ নিয়ে এই রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ শুরু করেন। প্রায় চার কোটি টাকা ব্যয়ে শান্তিপুরে সর্বপ্রথম পেপার ব্লকের রাস্তা তৈরি হয়েছে আর তাতেই এখন সাধারণ মানুষ যথেষ্টই খুশি।

আরও পড়ুন: মিড ডে মিল পাবে পথকুকুররা! রাজ্যের নির্দেশিকার পরই এবার নয়া দাবি পশু বিশেষজ্ঞদের

advertisement

সাধারণ মানুষ জানাচ্ছেন, যা রাস্তা খারাপ ছিল তার থেকে শতগুণে ভাল রাস্তা হয়েছে। অপরদিকে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন, বিধায়ক এবং পৌরপতি যৌথ উদ্যোগ নিয়ে এই রাস্তা তৈরি করাতে এখন যথেষ্ট খুশি সাধারণ মানুষ। বিধায়ক এবং পৌরপিতাকে এ বিষয়ে ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি। অপরদিকে স্থানীয় বাসিন্দা নিত্যযাত্রী এবং এলাকার টোটো চালকরাও রাস্তা সম্প্রসারণ হওয়াতে যথেষ্টই খুশি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন হোক সেক্ষেত্রে মানুষের দাবি মেনে পিডব্লুডির সঙ্গে আলোচনা করে চার কোটি টাকা ব্যয় করে এই রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে এবং শান্তিপুরের সর্বপ্রথম পেপার ব্লক দিয়ে রাস্তা করা হয়েছে। এতে করে রাস্তার টেকসই হবে বেশি এবং যেহেতু বন্যা কবলিত এলাকা তাতে রাস্তা ক্ষতিও কম হবে। তবে দীর্ঘদিনের দুর্ভোগ দশা থেকে মুক্তি পেয়ে এখন খুশির হাসি এলাকাবাসীর মুখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: এবার স্যাট করে হবে যাতায়াত! ৪ কোটি টাকায় প্রথম পেপার ব্লকের রাস্তা, মান্ধাতার আমলের সমস্যা দূর হতেই মুখে হাসি শান্তিপুরবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল