Stray Dogs Mid Day Meal: মিড ডে মিল পাবে পথকুকুররা! রাজ্যের নির্দেশিকার পরই এবার নয়া দাবি পশু বিশেষজ্ঞদের

Last Updated:

Stray Dogs Mid Day Meal: রাজ্যের স্কুলগুলির উপর নির্দেশিকা জারি করে জানিয়েছে, স্কুলের সামনে যে সব পথ কুকুর আছে, তাদের মিড ডে মিল দিতে হবে

+
মিড

মিড ডে মিল খাচ্ছে পথ কুকুর

নদিয়া: এবার মিড ডে মিলের ভাগ পাবে পথ-কুকুররাও। তবে প্রশ্ন হল মাসে একদিন মাংস, সেদিন না হয় খেল! কিন্তু ডিম ভুজিয়া, ডিম সেদ্ধ এবং নিরামিষ কি আদৌ খাবে তারা? খুব বেশি বিস্তারিত না জানালেও এমনই নির্দেশ জারি করেছে রাজ্য। দিনে একবেলা অন্তত খাওয়াতে হবে সারমেয়দের। দায়িত্ব নিতে হবে শিক্ষকদের।
সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধির আবেদনে সাড়া দিয়ে ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’ রাজ্যের স্কুলগুলির উপর নির্দেশিকা জারি করে জানিয়েছে, স্কুলের সামনে যে সব পথ কুকুর আছে, তাদের মিড ডে মিল দিতে হবে। এর জন্যে দায়িত্বে থাকবেন শিক্ষকরা এবং মিড ডে মিল তৈরি করেন যাঁরা তাঁদের একাংশ। শুধু পথ কুকুরকে খাওয়ানো নয়, তাদের চিকিৎসা, ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে।
advertisement
advertisement
নদিয়ার পশু বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, এই উদ্যোগ অত্যন্ত মানবিক কিন্তু উচ্ছিষ্ট নয় তাদের জন্য বরাদ্দ হোক খাবার, যা নির্দেশিকায় নেই। শুধু তাই নয় নিরামিষ তারা কখনওই খায় না, তাই তাদের জন্য মাংসের বিভিন্ন অংশ কিনে আলাদাভাবে হোক রান্না। অন্যদিকে মিড ডে মিলের কর্মীরা বিষয়টিকে ভালভাবে নিলেও যথেষ্ট দুশ্চিন্তায় আছেন পথের সারমেয়দের স্কুলের গেটে হাজির করানোর জন্য যদিও এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদেরও অনেকটা সহযোগিতার কথা বলা হয়েছে নির্দেশিকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্কুলে পড়া বাচ্চাদের নৈতিক দিক থেকে মানসিকতা গড়ার আদর্শ বলে জানান হলেও ভ্যাকসিনেশন সম্পর্কে যথেষ্ট সংশয় রয়েছে ভেটেনারি ডাক্তার কিংবা চিকিৎসা সম্পর্কিত বিষয়ে। তারা জানাচ্ছেন ভ্যাকসিন তো আর শিক্ষক শিক্ষিকা দেবেন না! কিন্তু কারা দেবেন তা জানা নেই। অন্যদিকে স্কুলের সামনে স্বভাব সিদ্ধভাবেই সারমেয়দের খাওয়া নিয়ে গন্ডগোল কীভাবে মেটাবেন তা নিয়েও যথেষ্ট দুশ্চিন্তা প্রকাশ করেছেন তারা। সুতরাং নেতিবাচক কথা যতই উঠে আসুক না কেন সরকারি এই উদ্যোগের ফলে এবার থেকে পথ কুকুররাও পাবে মিড ডে মিলের ভাগ সেই কারণেই খুশি পশুপ্রেমীরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Stray Dogs Mid Day Meal: মিড ডে মিল পাবে পথকুকুররা! রাজ্যের নির্দেশিকার পরই এবার নয়া দাবি পশু বিশেষজ্ঞদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement