ছোট ছেলে ও বড় ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বড় ছেলে সীমানা বরাবর উঁচু পাঁচিল তুলে দেয়, যা নিয়ে শুরু হয় তিক্ততা। স্থানীয়রা মাপজোখ করে দেখেন, পাঁচিলটি ছোট ছেলের জমিতে ঢুকে পড়েছে। বিষয়টি নিয়ে বৃদ্ধ বাবা কথা বলায় দুই ছেলের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন নিমাইবাবু ও তাঁর স্ত্রী। লাঞ্ছনা-অপমান সইতে না পেরে তাঁরা ভাড়াবাড়িতে ওঠেন। কিন্তু অভিযোগ, বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় বাড়িওয়ালা তাঁদের তাড়িয়ে দেন। শেষমেশ আশ্রয় মেলে গ্রামের গাছতলায়।
advertisement
আরও পড়ুন : শীত পড়তেই ফোলা হাঁটু? গাঁটে গাঁটে বাতের ব্যথায় চোখে জল? এই ৩ খাবার খেলেই আপনাকে ছেড়ে পালাবে আর্থ্রাইটিস!
বৃদ্ধ দম্পতির অসহায় অবস্থার খবর পেয়ে “সমব্যথী সমাজ কল্যাণ সমিতি”র সদস্যরা এগিয়ে আসেন। তাঁদের উদ্যোগে নিমাইবাবুর নিজের জমির এক কোণে টিনের ঘর ও বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে। দুই ছেলে পাকা বাড়িতে থাকলেও মা-বাবার খোঁজ রাখেন না। তবুও নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে বৃদ্ধ দম্পতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট।