অপরদিকে এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় ছুটে যান প্রতারিত ভিন রাজ্যের পর্যটক।বেশ কিছুক্ষণ বাক বিতন্ডা চলার পর ওই হোটেল মালিককে সতর্ক করে ফিরে যায় স্থানীয় থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবদ্বীপ শহরের পূর্বাঞ্চল বড়ালঘাট ফেরিঘাট এলাকায় একটি হোটেলে পরিবার নিয়ে দুপুরের খাবার খেতে আসে গৌহাটি থেকে পরিবার নিয়ে নবদ্বীপে ভ্রমণ করতে আসা শংকর পাল। শংকর বাবু ও তার পরিবারের অভিযোগ নিরামিষ খাওয়ার জন্য ওই হোটেলে পরিবার নিয়ে যান, সেখানে যে পাত্রে ভাত দেওয়া হচ্ছিল সেই পাত্রেই বিড়ালও খাচ্ছিল, যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক।
advertisement
আরও পড়ুন-সব শেষ! বাবার পর এবার মা…, মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন বনি-অনিলরা, আবেগঘন পোস্ট ভাইরাল
হোটেল মালিকের কথায়, এমন কিছু ঘটনা ঘটেনি, হোটেল মালিকের দাবির বিপক্ষে গৌহাটি থেকে আসা পর্যটক শংকর পাল তার মোবাইলে তোলা ছবিও দেখান উপস্থিত জনতা ও পুলিশকে, শেষ পর্যন্ত এমন ঘটনা আর হবে না বলে ক্ষমা চেয়ে নেওয়ায় হোটেল মালিককে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ।
Mainak Debnath