TRENDING:

Nadia News: নবদ্বীপে হাড়হিম কাণ্ড! হোটেলে খাবার খেতে গিয়েই যা ঘটল পর্যটকের সঙ্গে, জানলে শিউরে উঠবেন

Last Updated:

Nadia News: বিড়ালে মুখ দেওয়া খাবার পর্যটকদের পরিবেশন করার অভিযোগ উঠল নবদ্বীপ ফেরিঘাট সংলগ্ন একটি হোটেলের বিরুদ্ধে, সরেজমিনে তদন্তে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ: বিড়ালে মুখ দেওয়া খাবার পর্যটকদের পরিবেশন করার অভিযোগ উঠল নবদ্বীপ ফেরিঘাট সংলগ্ন একটি হোটেলের বিরুদ্ধে, সরেজমিনে তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুপুরে তীর্থভূমি নবদ্বীপ শহরের ব্যস্ততম ফেরিঘাট এলাকায়, বিষয়টি জানাজানি হতেই হোটেলের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
advertisement

অপরদিকে এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় ছুটে যান প্রতারিত ভিন রাজ্যের পর্যটক।বেশ কিছুক্ষণ বাক বিতন্ডা চলার পর ওই হোটেল মালিককে সতর্ক করে ফিরে যায় স্থানীয় থানার পুলিশ।

আরও পড়ুন-সূর্য-বুধের মহামিলনে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! ভাদ্র মহাপুরুষ রাজযোগে ‘কোটিপতি’ ৫ রাশি, লাগবে লটারি, খুলবে পোড়া কপাল

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবদ্বীপ শহরের পূর্বাঞ্চল বড়ালঘাট ফেরিঘাট এলাকায় একটি হোটেলে পরিবার নিয়ে দুপুরের খাবার খেতে আসে গৌহাটি থেকে পরিবার নিয়ে নবদ্বীপে ভ্রমণ করতে আসা শংকর পাল। শংকর বাবু ও তার পরিবারের অভিযোগ নিরামিষ খাওয়ার জন্য ওই হোটেলে পরিবার নিয়ে যান, সেখানে যে পাত্রে ভাত দেওয়া হচ্ছিল সেই পাত্রেই বিড়ালও খাচ্ছিল, যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক।

advertisement

View More

আরও পড়ুন-সব শেষ! বাবার পর এবার মা…, মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন বনি-অনিলরা, আবেগঘন পোস্ট ভাইরাল

হোটেল মালিকের কথায়, এমন কিছু ঘটনা ঘটেনি, হোটেল মালিকের দাবির বিপক্ষে গৌহাটি থেকে আসা পর্যটক শংকর পাল তার মোবাইলে তোলা ছবিও দেখান উপস্থিত জনতা ও পুলিশকে, শেষ পর্যন্ত এমন ঘটনা আর হবে না বলে ক্ষমা চেয়ে নেওয়ায় হোটেল মালিককে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ।

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নবদ্বীপে হাড়হিম কাণ্ড! হোটেলে খাবার খেতে গিয়েই যা ঘটল পর্যটকের সঙ্গে, জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল