কোথাও কোমর সমান, কোথাও হাঁটুর উপরে জল। গ্রামবাসীদের ঘরবাড়ির মধ্যেও জল ঢুকে গিয়েছে। ফলে বহু পরিবার ঘরছাড়া হতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকার ফলে নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বাসিন্দাদের। বারবার অভিযোগ জানিয়েও পঞ্চায়েত থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে ‘নুন চোরের’ উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ
advertisement
গ্রামবাসীদের দাবি, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চিটফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছেন উপপ্রধান। কিন্তু এলাকার সমস্যাগুলিতে কর্ণপাত না করে উল্টে গ্রামবাসীদের হেনস্থা করেন বলেই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান এবং তালা ঝুলিয়ে দেন। তাঁদের প্রশ্ন, এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। সামনে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।